| মঙ্গলবার, ০১ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
জামান সরকারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুরিখ শাখা যথাযথ মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। এতে ছিল আলোচনা সভা ও নব গঠিত বিএনপি জুরিখ শাখা কমিটির পরিচিতি সভা।
জুরিখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড বিএনপির সহ সভাপতি শামীম বিশ্বাস এবং বিশেষ অতিথির আসন অলংকৃত করেন সাধারন সম্পাদক কবীর মোল্লা। জুরিখ বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান অসীমের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুরিখ বিএনপির সভাপতি আসলাম বিল্লাল। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুইজারল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ আনোয়ার, আজাহার মিয়া, মিজি লিটন, হাবিবুর রহমান, মতিন, কবির ইসলাম, বাবুল সরকার, দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম সেরু, চঞ্চল মাতব্বর, মাসুদ পারভেজ, খোকন, সোরহাব মিলন, জুরিখ বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:মাসুদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, সহ-মহিলা সম্পাদিকা ইসরাত জাহান চৈতী ও সুমী।
আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষকই ছিলেননা তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান। এটাই সত্য, আর এটাই ইতিহাস। জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এনিয়ে কোন বিতর্ক নেই। শেখ মুজিবও এনিয়ে বিতর্ক করেননি, বরং শেখ মুজিবকে বিতর্কিত করেছে আওয়ামী লীগ।
নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীনতার স্বপক্ষের দাবীদার আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা যখন পাকিস্থানী হানাদার বাহিনীর বেপরোয়া অস্রের মুখে দেশের দিকভ্রান্ত মানুষ কে অসহয়ের মত রেখে স্বেচ্ছায় দেশ ছেড়ে কাপুরুষের মত পালিয়েছিলেন ঠিক তখনই শহীদ জিয়া তার জীবনের ঝুকি নিয়ে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দুঃসাহসিক কাজটি করে দেশের মানুষকে হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগঠিত করে নিজ হাতে অস্র নিয়ে যুদ্ধের মাঠে হাজির হন। এটা ইতিহাস স্বীকৃত।
Posted ১২:৪২ | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin