বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা 

এ জেড ভূঁইয়া   |   শনিবার, ২৫ মে ২০২৪ | প্রিন্ট

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা 
সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার   সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন স্কুলের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০জন মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার(২৫মে)সকাল ১১টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড  উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে  জাতীয় সংগীতের মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার আনুষ্ঠানিকতা শুরু হয়। আনন্দ-উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে ওঠে এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননায় ক্রেস্টসহ মেডেল উপহার তুলে দেন অতিথীরা।

কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার আমাদের এই মেধাবী শিক্ষার্থীরা। তাদের সাফল্যের সম্মানে আজকের এই আয়োজন। আগামীর বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে যেন শিক্ষার্থীরা আকাশ সমান স্বপ্ন দেখতে পারেন তাই তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদ, গভর্নিং বডির সদস্য রফিকুল ইসলাম বিমা, মাঈন উদ্দীন মুন্সী, কলেজ শাখার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রেজাউল করিম রাজুসহ অন্যান্য শিক্ষক, ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে লতিফাসিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়, বাঁশবারড়য়া উচ্চ বিদ্যালয়, আর আর টেক্সটাইল উচ্চ বিদ্যালয়, শীতলপুর উচ্চ বিদ্যালয়, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়, হাফিজ জুট মিলস্ উচ্চ বিদ্যালয়, আল আমিন ইসলামিয়া সুন্নীয়া দাখিল মাদরাসাসহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
Facebook Comments Box
advertisement

Posted ১৭:৩৩ | শনিবার, ২৫ মে ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com