সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৩-২৪ ‘ অর্থ বছরের বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়। ২৩মে,চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী’র সঞ্চালনায় নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম’র সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস.এম আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু,উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জিয়াউল কাদের, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছেফা,সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উত্তর চট্টলা জলদাশ ফেডারেশন এর সভাপতি লিটন দাশ, সহ-সভাপতি উপেন্দ্র দাশ ও মৎস্যজীবী লীগের সদস্য জীবন দাশ প্রমূখ ।
প্রধান অতিথি বলেন জেলেদের আর্থ সামাজিক উন্নয়নে ইলিশ মাছ আহরণ বন্ধ থাকা কালে ভিজিএফ চালের পাশাপাশি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে বকনা বাছুর (গরু) বিতরণ নিশ্চিত করা মাননীয় প্রধানমন্ত্রীর এক যুগান্তকারী পদক্ষেপ।বকনা বাছুর (গরু) বিতরণ শেষে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় প্রধান অতিথি ৬৫১ জেলেদের মাঝে ৬৫১ টি জেলে নিবন্ধন কার্ড বিতরণ করেন তিনি ।উল্লেখ্য,জেলেদের মাঝে ১৮টি গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়।প্রতিটি গরুর মূল্য ৩০ হাজার টাকা।সে হিসেবে ৫,৪০,০০০ টাকার গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়।
Like this:
Like Loading...
Related