সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাড়ির চাপায় মো. তৌহিদুল ইসলাম রিফাত (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত প্রায় ১টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকার ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিফাত চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার চৌধুরী নগর এলাকার শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে মহাসড়কের সীতাকুণ্ডের কদম রসুল এলাকা অতিক্রমের সময় হঠাৎ একটি গাড়িকে ওভারটেকের পর ব্রেক করলে মোটরসাইকেল আরোহী রিফাত মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের মাঝখানে পড়ে যায়। একই মুখী দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনা পরবর্তীতে নিহতের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Like this:
Like Loading...
Related