সীতাকুন্ড(চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায়” গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩জুন’২৪ দুপুর ১২ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়)প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু।সভায় সীতাকুণ্ড উপজেলায় ২০২৩-২০২৪ সালে গ্রাম আদালতে গৃহীত মামলার চিত্র, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, শিক্ষণীয় দিকসমূহ পর্যালোচনাসহ গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়।
এছাড়াও হাতে কলমে প্রতিবেদন প্রস্তুত অনুশীলন, গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় ইউপি সচিবদের দায়িত্ব এবং করণীয়, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নসমূহের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং দিক- নির্দেশনামূলক আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কাশেম, ২নং বারৈয়াঢালার রাজিয়া সুলতানা, ৪নং মুরাদপুর ইউপি আদালত সহকারী নাহিদা সুলতানা, ৫নং বাড়বকুণ্ডের আজিজুর রহমান, ৬নং বাশবাড়িয়া ইউপি আদালত সহকারী বন্ধনা দেবী, ৭নং কুমিরার শোভন কান্তি, ৮নং সোনাইছড়ির অমর কান্তি, ৯নং ভাটিয়ারীর সুমন বিশ্বাস এবং ১০নং সলিমপুর ইউপি সচিব আল-আমিন।
Like this:
Like Loading...
Related