| সোমবার, ০৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
বর্তমানে যুক্তরাষ্ট অবস্থানরত সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক মাহফুজুল করিম জেহিনের খালি বাসায় ভেন্টিলেটার ভেঙ্গে গবীর রাতে পুলিশের তান্ডবে যুক্তরাজ্য বসবাসরত সাবেক সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাবেক সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে সহিদুল ইসলাম মামুন,আতিকুর রহমান চৌধুরী পাপ্পু,কামাল চৌধুরী,আব্দুল কাদির সমছু,রাজীব আহমদ,নুরুল আমিন নুরুল,নাসিম আহমদ চৌধুরী,মঞ্জুর আশরাফ খান,আফজাল হোসেন,আক্তার আহমদ,মাহবুব আহমদ,আখলাকুর রহমান,জিয়াউল ইসলাম জিয়া,রশিদ আহমদ,কবিরুল হক কবির,সেলিম রেজা,তাজবীর চৌধুরী শিমুল,হায়দার চৌধুরী লিটন,নুরুল আলী রিপন,সোহাগ চৌধুরী,ওয়াসিম উদ্দিন মানিক,সাইফ উদ্দিন,সৈয়দ ফাহাদ আহমদ দিপু,সুয়েব মুন্না,সানোয়ার হোসেন,এমদাদুল হক প্রমুখ ।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী অবৈধ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে দলীয় লাটিয়াল বাহিনীর মত ব্যবহার করে দেশে নৈরাজ্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। সিলেট জেলা ছাত্রদল নেতা মাহফুজুল করিম জেহিনের বাসভবনে গভীর রাতে বাসার ভেন্টিলেটর ভেঙ্গে পুলিশ যে তান্ডব চালিয়েছে তা ৭৫এর রক্ষীবাহিনীর সন্ত্রাসকেও ছাড়িয়ে গেছে।
এধরনের সন্ত্রাস থেকে বিরত থাকার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তপক্ষের প্রতি আহ্বান জানান ।
Posted ২১:২০ | সোমবার, ০৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin