নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার তাজপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনেদ হোসেন, আবুল হোসেন চৌধুরী, রাজু আহমেদ, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ, হাফিজুল, আব্দুস সালাম টিপু ও পারভেজ খান জুয়েল।
সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বিকেলে পুলিশের অনুমতি ছাড়াই নগরীতে একটি ঝটিকা মিছিল বের করেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মী। এ সময় পুলিশের ওপর আক্রমণের চেষ্টা করলে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ০৮:০৭ | বুধবার, ০৩ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain