| শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
সিরিয়ায় ছোঁড়া ফ্রান্সের অধিকাংশ ক্ষেপনাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
তারা তিনটি ক্রুজ ক্ষেপনাস্ত্র ছোঁড়ার জন্য একটি বিকল্প জাহাজ প্রস্তুত রেখেছিল এবং ১০টি ক্ষেপনাস্ত্রের ১টি তারা যথাযথভাবে ছুড়তেই ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছে রুশ কর্মকর্তারা।
সিরিয়া সরকারকে শাস্তি দিতে ফ্রান্স পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান দিয়ে তিনটি ন্যাভাল ভার্সনের ক্রুজ ক্ষেপনাস্ত্র ও নয়টি এয়ারবোর্ন ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে। কিন্তু তাদের ক্ষেপনাস্ত্রগুলো যথাযথভাবে নিক্ষেপ করতে ব্যর্থ হওয়ায় লক্ষবস্তুতে আঘাত হানতে পারেনি। অস্ত্রগুলো সরবরাহেও তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী জটিলতায় পড়েছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছিল ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
উল্লেখ্য, সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগে গতশুক্রবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও ব্রিটেন দেশটির ওপর ক্ষেপনাস্ত্র হামলায় অংশ নেয়। সিরিয়া আক্রমণে তারা প্রায় ১০৫টি ক্ষেপনাস্ত্র ছোঁড়ে যার অন্তত ৭১টি সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়। বাকিগুলো বিভিন্ন জায়গায় আঘাত হানতে সক্ষম হলেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে রাষ্ট্রী সংবাদ সংস্থাগুলো জানিয়েছিল। আরটি
Posted ১৩:০০ | শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain