মোহাম্মদ জুমান হোসেন, সিডনী : গত ১৮ই মার্চ শনিবার সিডনী’র নিউ সাউথ ওয়েলস স্টেট লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী বাংলা আর্ট এক্সিবিশন.বাংলা আর্ট এক্সবিশনে প্রদর্শিত হয় মুলত চিত্রকলা, আলোক চিত্র, ভাস্কর্য, ঐতিহ্যবাহী নকশীকাঁথা, পটচিত্র, বিভিন্ন লোকজ ও কারুশিল্প। এবারের আর্ট এক্সিবিশনে ছবি ছিল প্রায় ৫০টির মতো। সকাল ১০টা থেকে দর্শকদের জন্য আর্ট প্রদর্শনী কেন্দ্র খুলে দেয়া হয়।
সকাল ১১টায় দেখানো হয় আহমেদ আবীরের তথ্যচিত্র “এবং স্বপ্নযাত্রী”। বাংলাদেশ থেকেt মালয়েশিয়ায় মানব পাচারের উপর তথ্য সম্বলিত এই তথ্যচিত্রটি উপস্থিত দর্শকদেরt মনে বিশেষ প্রভাব ফেলে। এরপর ১২টায় শুরু হয় আগত অতিথিদের ভাষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর্ট এক্সিবিশনটি সফল করার জন্য যাদের সহায়তা রয়েছে তাদের সকলকে উৎসাহিত করার জন্য অনুষ্ঠানে তিন পর্বে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন এডুকেশন শেডো মিনিস্টার জিহাদ দিব, বাংলাদেশ হাই কনিশনার মান্যবর কাজী ইমতিয়াজ হোসেন ও সিডনি ওয়াটসন এলাকা থেকে প্রাক্তন লিবারেল প্রার্থী শাহে জামান টিটো।