সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটিজেন মুভমেন্টের সাংবাদিক সম্মেলন : যুক্তরাজ্যের বার্মিংহামে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে সমাবেশের ডাক

  |   শুক্রবার, ১৪ মার্চ ২০১৪ | প্রিন্ট

Press Cobference

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সিটিজেন মুভমেন্টের সভাপতি এম এ মালেক

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম ঃ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবিতে যুক্তরাজ্যের বার্মিংহামে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে ১৮ মার্চ দুপুর ১টায় সমাবেশের ডাক দিয়েছে সিটিজেন মুভমেন্ট, মিডল্যান্ডস এর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনে অন্যায়ভাবে সীমান্তে বাংলাদেশীদের হত্যা বন্ধ, তিস্তা, টিপাইমুখ, আঙ্গরপোতা, দহগ্রামসহ সহ নদীর পানির ন্যায্য অধিকার এবং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হস্তক্ষেপ বন্ধ করার দাবি জাননো হয়েছে।

গত ১৪ মার্চ স্থানীয় বার্মিংহামের স্থানীয় এক রেস্টুরেন্টে সিটিজেন মুভমেন্ট, মিডল্যান্ডস এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে সিটিজেন মুভমেন্ট যুক্তরাজ্য এর আহ্বায়ক এম এ মালেক প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যতদিন ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নোংরা হস্তক্ষেপ বন্ধ না করবে ততদিন পর্যন্ত সিটিজেন মুভমেন্ট এর আন্দোলন অব্যাহত থাকবে। এ উপলক্ষে আগামী ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১টার সময় বার্মিংহামস্থ ইন্ডিয়ান হাইকমিশনের সামনে সমাবেশ আহ্বান করা হয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উক্ত কর্মসূচী সফল করতে সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিটিজেন মুভমেন্ট, মিডল্যান্ডস এর আহ্বায়ক সৈয়দ জমশেদ আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিটিজেন মুভমেন্ট যুক্তরাজ্য এর আহ্বায়ক এম এ মালেক। লিখিত বক্তব্য রাখেন সংগঠনের মিডল্যান্ডস শাখার যুগ্ম আহ্বায়ক এটিএম মুকাররম হাসান। সদস্য সচিব এনামুল হাসান ছাবিরের পরিচালনায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বার্মিংহামে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও সিটিজেন মুভমেন্ট মিডল্যান্ডস এর যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী আব্দুল মুকিত আজাদ, আব্দুল মালেক পারভেজ, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন- সারা বিশ্ব বাংলাদেশের ৫ জানুয়ারীর নির্বাচনকে অবৈধ এবং অবাধ ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন নির্বাচন দিতে আহ্বান জানাচ্ছে এমতাবস্থায় ভারত বাংলাদেশে তাদের পাপেট সরকার প্রতিষ্ঠার জন্য গণহত্যাকারী, নব্য বাকশালী অবৈধ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে।

ভারত প্রতিনিয়ত সীমান্তে আমাদের মা-বোনদের হয়রানি করছে, ফেলানীকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখছে, বিডিআর ম্যাসাকারে ভারতের ইন্ধন থাকার কথাও আমরা জানি এমতাবস্থায় ভারত সরকারকে তাদের বাংলাদেশ বিরোধী নির্লজ্জ অপতৎপরতা বন্ধের জন্য নতুন প্রজন্মদের নিয়ে সিটিজেন মুভমেন্ট নতুন আরেকটি মুক্তিযুদ্ধের সূচনা করেছে বলে এম এ মালেক তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন- সিটিজেন মুভমেন্ট অরাজনৈতক, নির্দলীয় একটি সংগঠন। এটি অন্যান্য এনজিওর মত বাংলাদেশসহ সারা বিশ্বের মেহনতী মানুষের পক্ষে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। তিনি আরো উল্লেখ করেন যে বর্তমান বিশ্বে ধর্মবিশ্বাসীরা একটি কঠিন সময় কাজ করছে তাই নাস্তিক্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং সকল ধর্মের মানুষের সপক্ষে বলিষ্ঠভাবে কাজ করবে সিটিজেন মুভমেন্ট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে বলা হয়- ‘বাংলাদেশের অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত, মেরুদন্ডহীন দুর্বল তোশামোদী পররাষ্ট্রনীতির সুযোগ ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অন্যায় অগণতান্ত্রিক আচরণ করছে।’ বাংলাদেশের জনগণকে দূর্বল ভাবা কারে জন্য উচিত নয় উল্লেখ করে লিখিত বক্তব্যে আরো বলা হয়- ‘বাংলাদেশকে নিয়ে স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, দেশের মানুষকে নিয়ে, দেশের রাজনীতি নিয়ে দেশের স্বার্থ বিরোধী যে কারো চিন্তা ভাবনা বাংলাদেশের জনগণ সহ্য করবে না।… ১৯৭১ সালের মত বাংলাদেশের জনগণ সকল প্রকার আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জীবনবাজি রেখে স্বাধীনতা রক্ষা ও নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম’।
সংবাদ সম্মেলনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়াজ তুলতে আগামী ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১টায় বার্মিংহামস্থ ভারতীয় দূতাবাসের সম্মুখে আয়োজিত সমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২০:৩০ | শুক্রবার, ১৪ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com