গতকাল সামাজিক মাধ্যমে পোস্টার ভাগ করে নিয়েছেন পরী। সেখানে দেখা যায় লাবণ্য রূপে সৌন্দর্যের ছড়াচ্ছেন পরী। সিঁথিতে লেগে থাকা সিদুর যে তা আরও উসকে দিয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।
এর আগে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে পরীমণি বলেছিলেন, কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে–পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। যা হোক, গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।
‘ফেলুবক্সী’ নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে। সোহম-পরীমণি ছাড়াও এ ছবিতে আছেন মধুমিতা সরকার।