বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সালাহ’র ইনজুরিতে ফুঁসছে আরব বিশ্ব

  |   রবিবার, ২৭ মে ২০১৮ | প্রিন্ট

সালাহ’র ইনজুরিতে ফুঁসছে আরব বিশ্ব

স্বাধীনদেশ অনলাইন ডেস্ক : ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইনজুরিতে পড়ে বিশ্বকাপে অনিশ্চয়তা দেখা দিয়েছে মিশরি স্ট্রাইকার মোহাম্মদ সালাহ’র। তার ইনজুরি নিয়ে রাগে ফুঁসছে আরব ফুটবল সমর্থকরা। মোহাম্মদ সাঈদ নামে এক সমর্থক টুইটারে জ্বলন্ত মশালের ছবি পোস্ট করে লেখেন, মিশরীয়রা রামোসকে ঘায়েল করার জন্য আসবে, যদি সালাহ বিশ্বকাপে খেলতে না পারে।

আরেক সমর্থক তার টুইটারে রামোসকে উদ্দেশ্য করে লেখেন, তোমার কি কোনো অনুভূতি আছে যে তুমি কি করেছো? মোহাম্মদ সালাহ শুধুমাত্র লিভারপুলের খেলোয়াড়ই নন, সে এর চেয়েও বেশি কিছু। সে ১০ কোটি মিশরির ভাই। সেই একমাত্র ব্যক্তি যে কিনা ১০ কোটি মিশরির মুখে হাসি ফুটাতে পারে।

ড. আজিজ নামের এক সমর্থক টুইটারে লিখেন, সালাহকে যে ইনজুরি করেছে তার বংশধরদের প্রতি অভিশাপ জানাই। রামোসতো মানুষ নয় সে একটা মহিষ। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহিম ফায়েক টুইটারে লেখেন, তোমার কান্না আমাদের কাছে অনেক মূল্যবান সালাহ। আল্লাহ’র কাছে এই দোয়া করি, ইনজুরি কাটিয়ে তুমি যাতে দ্রুত বিশ্বকাপে মিশরের প্রতিনিধিত্ব করতে পারো। রামোস তুমি মানুষ না। তুমি অন্য কিছু। আমি দোয়া করি তুমি যাতে প্রতিবন্ধী হয়ে যাও।

সালাহর ইনজুরি নিয়ে মিশরে রীতিমত শোকের কান্না শুরু হয়েছে। দেশটির ফুটবল সাংবাদিক মারওয়ান আহমেদ বিবিসিকে বলেন, সত্যিই, আমি মনে করি এটা দুঃস্বপ্ন। এটা ব্যাখ্যা করার কোনো ভাষা নেই আমাদের। সালাহকে প্রথম পড়ে থাকতে দেখে স্তব্ধ হয়ে যাই। দ্বিতীয়বার যখন তিনি শুয়ে পড়লেন তখনই মনে হলো সব ঠিকঠাক নেই, তাকে হয়তো মাঠ ছাড়তে হবে। পরে তাই হলো। যা ঘটেছে কোনো মিশরীয়ই এমনটা দেখতে চাননি। আমরা কখনোই একজন মিশরীয়কে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে খেলতে দেখিনি। এটা ছিল আমাদের জন্য অনেক গর্বের।

সালাহ’র ইনজুরি আমাদের সমগ্র মিশরীদের জন্য সত্যিই দুঃখের। এটা ব্যাখ্যা করার কোনো ভাষা বা শব্দ আমি খুঁজে পাচ্ছি না। বহু লোক শুধুই কাঁদছিল। আমি আশা করি, সালাহর এই ইনজুরি বিশ্বকাপে প্রভাব ফেলবে না। সে মিশরের ইতিহাসে গ্রেট খেলোয়াড়। আমরা ২৮ বছর বিশ্বকাপে খেলতে পারিনি। তার কল্যাণেই আমরা সেই স্বপ্নের দোরগোড়ায়। বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচে মোহাম্মদ সালাহ’র গোলেই বিশ্বকাপের টিকিট কাটে মিশর।-এমজমিন

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৫১ | রবিবার, ২৭ মে ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com