নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা। সরকার বিরোধী স্লোগানের সঙ্গে গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানাচ্ছেন তারা।
শনিবার (৩ আগস্ট) সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে দেখা যায়, আড়ং এর সামনে এবং ধানমন্ডি রোডে এসব গ্রাফিতি আঁকছেন তারা।
এর আগে দুপুর ১২টার পর থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে। অন্যদিকে নিউমার্কেটের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। তবে সাইন্সল্যাব মোড় ও তার আশপাশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কাউকে অবস্থান করতে দেখা যায়নি।
আন্দোলনকারীরা বলতে থাকেন, পুলিশ আমাদের শত্রু না। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। পুলিশ আমাদের ওপর আক্রমন করবে না এটা আমাদের বিশ্বাস। দুপুর পৌনে একটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশের মাঝে বিস্কুট ও বিশুদ্ধ পানি পাঠানো হয়। প্রথমে নিতে অস্বীকৃতি জানালেও পরে শিক্ষার্থীরা পানি ও বিস্কুট গ্রহণ করেন।
Posted ১০:০০ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain