| রবিবার, ১৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
ইসমাইল হোসেন স্বপন সাম্প্রতিক সময়ে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী অভিবাসীরা ভিন দেশী অভিবাসী কর্তৃক নির্যাতন, হামলা, ছিনতাইসহ নানা ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ উৎকন্ঠা আর আতংকে রয়েছে বাংলাদেশী কমিউনিটি।
গতকাল ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রনে ফরাসী উর্দ্ধতন কর্শকর্তাদেও সাথে সৌজন্য সাক্ষাত এবং এমন পরিস্থিতি থেকে উত্তরনে মত বিনিময় করেন। দীর্ঘ দুই ঘন্টারও বেশী সময় ধরে বিস্তারিত আলাপ আলোচনার সময় কাজী এনায়েত উল্লাহ সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বলেন, আমরা বাংলাদেশী অভিবাসীরা অত্যেন্ত শান্তিপ্রিয় জাতী, ফরাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় দায়িত্ব পালনেও আমারা আস্থাশীল। তবে বেশ কিছু ঘটনা আমাদেরকে উদ্বীগ্ন করেছে। ফরাসী কর্মকর্তারা বলেন, আমরা সব বিষয়ে অভহিত আছি, শুধু মাত্র বাংলাদেশী অভিবাসী নয় গত এক মাসে ৯৩ ও ৯৫ ডিপার্টমেন্টে সাড়ে চারশরও বেশী আগ্রাসী কার্য্যকলাপের পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে এবং এ বিষয়গুলো তাদন্তিক পর্যায়ে। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো ব্যাক্তিগত, সামাজিক ও পারিবারিক অন্তর্দ¦
ন্ধের পরিপ্রেক্ষিতে সংগঠিত হয়ে থাকে। তবে বাংলাদেশীদের ক্ষেত্রে এমন ঘটনাগুলো সেই তুলনায় সীমিত। আয়েবা মহাসচিব বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের কমিউনিটির মাঝে আরো সচেতনতা প্রয়োজন, ভুলে গেলে চলবে না ফ্রান্স জুড়ে সন্ত্রাসী তৎপরতার কার্য্যকলাপে জরুরী অবস্থা বিরাজমান পাশাপাশি সামনে ফরাসী প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সরগম পুরো ফ্রান্স। চলছে নির্বাচনী প্রচরনা, অভিবাসী বিরোধী বর্নবাদী দলগুলো অত্যেন্ত তৎপর এবং সবচেয়ে বড় বর্নবাদী দল ন্যাশানাল ফ্রন্ট পরিসংখ্যানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন এমতবস্তায় আমাদের ধৈর্য্য এবং সহনশীলতা প্রয়োজন রয়েছে। সথাসম্ভব কোন ধরনের উষ্কানী এবং বিদ্ধেষমূলক কার্য্যকলাপ থেকে আমাদের দূরে থাকা প্রয়োজন। এ দেশে আমাদের সাবির্ক অস্থিত্যের প্রশ্নে বিশেষ সতর্কতার সঙ্গে ফরাসী প্রশাষন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগীতা করতে হবে।
ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কমিউনটির যারা এধরনের আক্রমনের শিকার হয়েছেন এ বিষয়ে যেন সকলের সহযোগী, সহমর্মিতা অব্যাহত থাকে। কর্মকর্তারা মহাসচিবকে আশ্বস্থ্য করেন, দোষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থ্যা করা হবে। উল্লেখ্য গত বছরের ২৭ জুন আয়েবার একটি প্রতিনিধি দল ফ্রান্স স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে ইউরোপে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করেন।
Posted ০৬:২৮ | রবিবার, ১৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain