নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
তাবলীগ জামাতের ভারতের নয়াদিল্লির বর্তমান আমির মাওলানা সা’দের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ দুপুরে জুমার নামাজে ইমামতি করবেন সা’দ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলবী। ময়দান পরিদর্শনে আসা ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি বলেন, সরাকরি ব্যবস্থাপনায় প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বও সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগত দেশ বিদেশী মুসল্লিদের সেবায় কাজ করছে বিভিন্ন দপ্তরের হাজার কর্মকর্তা কর্মচারী। ইনশাআল্লাহ সমফভাবেই শেষ হবে ইজতেমা।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সারা মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলনের ৫৬তম বিশ্ব ইজতেমা উভয় পর্ব।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ম্যোল্লা নজরুল ইসলাম বলেন, প্রথম পর্বের বিশ্ব ইজতেমার ভুলত্রুটি শুধরে নিয়ে এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এবারও প্রায় ১০ হাজার সদস্য এজতেমার ভেতর বাহিরসহ টঙ্গীর পুরো এলাকায় নিয়োজিত থাকবে। এজতেমায় আসা লাখ লাখ মুসল্লির সেবা নিশ্চিতে গাজীপুর মহানগর পুলিশ এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে।
Posted ০৫:৫৭ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain