নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট
দীর্ঘ সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পদ্মা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঢাকা-রাজশাহী রেললাইনের গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের পেছনের লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী টিম রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে মৌচাক স্টেশনে সরিয়ে নেয়। এরপর শনিবার ভোর ৪টা থেকে ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বগি লাইনচ্যুত হলেও এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এ সময়ের মধ্যে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে চিত্রা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দুটি আটকে থাকে।
Posted ০৬:৪৩ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain