নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
সাগর সৈকতে চিঠি ভরা একটি বোতল পাওয়া গেছে। বোতলটি ৩৪ বছর আগের। একটি চিঠি বোতলে ভরে সমুদ্রে ছুড়ে দিয়েছিলেন কানাডার নিউফাউন্ডল্যান্ডের এক ব্যক্তি। সম্প্রতি পাশের প্রদেশ কুইবেকের এক বাসিন্দা খুঁজে পেয়েছেন সেই বোতলবার্তা।
ট্রুডি শ্যাটলার ম্যাককিনন নামের ওই নারীর শখ সাগরসৈকতে বিচিত্র জিনিসপত্র কুড়ানো। তিনি সমুদ্রসৈকতে পাওয়া বোতলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
এতে বলা হয়, সৈকতে ঘোরার সময় প্লাস্টিকের ওই বোতলটি পেয়েছেন তিনি। অনলাইন পোস্টে ম্যাককিনন লেখেন, ‘চিঠিতে লেখা আছে পোর্ট অ শোয়া বন্দরের ফক্স পয়েন্ট থেকে ১০ মাইল দূরে সাগরের পানিতে বোতলটি ফেলা হয়। দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল। তেমন বাতাস ছিল না।
চিঠিতে তারিখ লেখা ছিল ২৯ মে, ১৯৮৯।’ ট্রুডি ম্যাককিনন লেখেন, ‘বোতলটি ঠিক ৩৪ বছর এক সপ্তাহ সময় ধরে সাগরে টিকে আছে। এই বোতলটি কে পানিতে ফেলেছেন, তার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই।
পরে বোতলটি সাগরে ফেলা ব্যক্তির সন্ধান পাওয়ার কথা জানিয়ে ম্যাককিনন আরো বলেন, ‘আমরা বোতলের মালিকের সন্ধান পেয়েছি।
তিনি অ শোয়া বন্দরের গিলবার্ট হ্যামিলটন। দুর্ভাগ্যবশত দুই বছর আগে মৃত্যু হয়েছে তার। তার ছেলে আমার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেছেন। যারা শেয়ার করেছেন এবং বোতলটি গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’ সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
Posted ০৬:০৩ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain