| রবিবার, ০৬ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
জামান সরকার, ফিনল্যান্ড: সর্ব ইউরোপীয় বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ জিন্টু সাংগঠনিক সফরে আজ রবিবার সকালে গ্রীস পৌঁছেছেন। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে মহিউদ্দিন আহমেদ জিন্টুকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান গ্রীস বিএনপির নেতা ইঞ্জিনিয়ার চন্দনউদ্দিন চৌধূরী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, নাজিম উদ্দিন সরকার, মোকলেছুর রহমান, মোঃ লোকমান বাদশাহ, জসিম উদ্দিন সরকার, মোল্লা মাসুদ, ফারুক আহমেদ, জাহাঙ্গীর আলম মিলন, ইসমাইল হোসেন রানা ও সফিউল্লাহ।
গ্রীসে বিএনপির দুইটি গ্রুপের মধ্যে দ্বন্ধের অবসান ও দলকে সংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ডের নির্দেশে মহিউদ্দিন আহমেদ জিন্টুর এই সাংগঠনিক সফর লক্ষ্য বলে একটি বিশেষ সূত্র জানিয়েছে।
দেশ ও দলের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইউরোপ বিএনপির আহবায়ক জিন্টু ইতিমধ্যে সারা ইউরোপে ব্যাপক সাংগঠনিক সফর ও গণসংযোগের কর্মসূচী হাতে নিয়েছেন।
এই ধারাবাহিকতায় সর্ব ইউরোপীয় বিএনপির আহবায়ক জিন্টু আগামী চলতি ও আগামী মাসে ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, অষ্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, নরওয়ে যাবেন এবং সেখানে তিনি বিএনপির নেতাকর্মীদের সাথে মিলিত হবেন। তার সফর সঙ্গী হিসাবে থাকবেন সর্ব ইউরোপীয় বিএনপির বেশ কয়েকজন সক্রিয় নেতা।
Posted ১৭:০৩ | রবিবার, ০৬ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin