| বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১১ | প্রিন্ট
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আজ দেখা দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে কি না, স্বাধীন দেশ হিসেবে মানচিত্রে এর অবস্থান থাকবে কিনা এ ধরণের সংকটও সৃষ্টি করেছে সরকার। তিনি দেশের গণতন্ত্র নিয়েও সরকার সংকট সৃষ্টি করেছে এমন অভিযোগ করে বলেন, সংবিধানের আমূল পরিবর্তন করা হয়েছে সম্পূর্ন বে-আইনী ভাবে। সংবিধান সংশোধন করার এখতিয়ার শুধু সংসদের । কিন্তু তা না করে সংশোধন করা হয়েছে আদালতের হুকুমে রায়ের মধ্য দিয়ে। তিনি বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত ইউপি নির্বাচনে দলীয় ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান,যুগ্মসম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ,সাংগঠনিক সম্পাদক গয়গাম আলী। সভায় জেলা ও উপজেলা বিএনপির তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ০০:১৩ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin