| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
প্রহসনের নির্বাচনী তফশীল বাতিল ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি রাখার প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী ও বিরোধীদলীয় নেতাকর্মিদের হত্যা, গুম, নির্যাতনসহ মিথ্যা মামলার প্রতিবাদে বৃহষ্প্রতিবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক খয়ছর এম আহমেদর নেতৃত্বে সেন্টাল লন্ডনের বিবিসি ওয়ার্ল্ডের হেড অফিসের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয় । কর্মসূচী শেষে বাংলাদেশের চরম মানবধিকার লংঘন, হত্যা, গুম ও নির্যাতনের সচিত্র প্রতিবেদনসহ বিবিসিতে একটি স্মারকলীপি প্রদান করা হয়। স্মারপলীপিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশে বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় স্বাধীন ভাবে সত্যা কথা লেখা সম্ভব হচ্ছে না বিধায় বিবিসিসহ আন্তর্জাতিক মিডিয়া অনুসন্ধানি টিম প্রেরণ করে দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি সরজমিনে দেখে যেন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আর্কষনে সচেষ্ট ভুমিকা রাখবে । মানবন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, বেগম খালেদা জিয়া এখনও অবরুদ্ধ। তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রীকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। কোনো নেতা-কর্মীকে তাঁর সাথে দেখা করতে দিচ্ছে না। দেখা করতে গেলে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। বিরোধী দলীয় নেত্রীকে অবরুদ্ধ রেখে সরকার চরম ফ্যাসিবাদ ও রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। প্রতিদিন সরকার সারা দেশে যৌথবাহিনী দিয়ে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়ি-বাড়ি হামলা চালাচ্ছে এবং গণগ্রেফতার করছে। দেশের বিভিন্ন জেলায় পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যা করছে ও আহত করছে। তারা আরো বলেন, প্রাথীবিহীন খালি মাটে প্রহসনের প্রচারণা চালাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একতরফা নির্বাচনের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় করে প্রচারণা চালাচ্ছেন। দেশের মানুষের কাছে এটা গ্রহণযোগ্য নয়। মানবন্ধনে হুশিয়ারী উচ্চারণ করে বলা হয় , অবিলম্ভে ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন নামে তামাশা বন্ধ করুন অন্যতায় আওয়ামীলীগ এর চরম মূল্য দিতে হবে । দেশ-বিদেশের কেউই নির্বাচনের গ্রহণযোগ্যতা দেয় নাই। এখনো সময় আছে, নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।
বিবিসি হেড অফিসের সামনে মানবন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা এম এ মালিক, সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ তৈমুছ আলী, মঞ্জুরুসসামাদ চৌধুরী মামুন, আখতার হোসেন, মুজিবুর রহমান মুজিব, আনা এম মিয়া, গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আবু সায়েম, সাহিদুল ইসলাম মামুন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, শামসুর রহমান মাহতাব, সাদেক মিয়া, হেলাল নাসিমুজ্জামান, মোঃ ফয়সল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, সহ-সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, সহ-কোষাধ্যক্ষ সালিক আহমেদ, দপ্তর সম্পাদক ড. এম মুজিবুর রহমান, প্রচার সম্পাদক এম এ কাইয়ুম, আইন সম্পাদক সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার, সহ যুববিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক এস এম লিটন, তাজবীর চৌধুরী শিমুল, সহ ছাত্রবিষয়ক সম্পাদক আহবাব হোসেন খান বাপ্পী, নারীবিষয়ক সম্পাদক শিল্পী আকতার অঞ্জনা আলম, সহ ধর্ম সম্পাদক মাওলানা শামীম আহমেদ, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক আকতার মাহমুদ, সদস্য দেওয়ান আবদুল বাসিত, নিজাম উদ্দিন, মঞ্জুর আশরাফ খান, আবদুল বাছিত বাদশা, তানবীর আহমেদ । যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিজবাহুজ্জামান সোহেল, সদস্য সচিব আবুল হোসেন, সদস্য আহমদ মুনির চৌদুরী, আবদুল মুমিন। যুক্তরাজ্য যুবদল নেতা শামিম তালুকদার, সোয়ালেহীন করিম চৌধুরী, নুরুল আলী রিপন, কামাল আহমদ বাবুল, আবদুল হাসনাত রিপন, যুবদল নেতা কবির মিয়া, আলকু মিয়া,আব্দুল কুদ্দুস, আকতার হোসেন শাহিন । যুক্তরাজ্য তরুন দল নেতা সাইফুল ইসলাম মিরাজ, রাজীব আহমেদ খান, আমিনুল ইসলাম, অলিউর রহমান ফাহিম, ইমতিয়াজ এনাম তানিম, আশরাফ আহমেদ, বিলাল আহমেদ, আশিকুর রহমান সহ আরো অনেকে ।
Posted ১২:১০ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | Mahbub