| শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচনে যাবে না বিএনপি। এমন সিদ্ধান্তই দলের হাই কমান্ডের। সরকারকে এবার নির্বাচনের খেলা খেলতে দেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’
আজ (১১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সব গণপরিবহন কুক্ষিগত করেছে সরকার। বিআরটিসি বাসে দলীয় ব্যানার লাগানো হয়েছে। এটা লজ্জাজনক। অথচ, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকারের নির্দেশেই ফরিদপুরে বাস ও অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ হেঁটেই বিশাল জনসমাবেশ ঘটাবে। গণপরিবহন ছাড়াই বিএনপির আন্দোলন কর্মসূচি সফল হবে।
তিনি বলেন, ‘বর্তমানে তেল, গ্যাস, খাদ্যদ্রব্য কিনতে পারছেন না। কিন্তু, ৮ হাজার কোটি টাকা দিয়ে ভোট চুরির মেশিন কিনতে হবে। ভোট চুরির দিন শেষ। যারা যারা ভোট চুরি করছে, তাদের আগামী দিনে বিচার হবে। যারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করছে, তাদের বিচার হবে। যারা গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলে পাঠিয়েছে, তাদেরও বিচার হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—জয়নাল আবদীন ফারুক, আব্দুস সালাম, আবুল কালাম আজাদসহ অনেকে।
Posted ১১:২৬ | শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain