| মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
লন্ডন প্রতিনিধি : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর কোর্টে হাজিরার নামে হয়রানি ও দেশনায়ক তারেক রহমানের উপর অবৈধ, অন্যায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে সেন্ট্রাল লন্ডন যুবদলের স্থানীয় বিএনপি কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সংগঠনের আহবায়ক জাবেদ আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুফাজ্জল করিম শ্যামলের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সেক্রেটারি সোয়ালেহীন করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মুহাম্মদ আবুল হুসেন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক চৌধুরী, সাবেক যুক্তরাজ্য যুবদল নেতা কামাল চৌধুরী, সাব্বির আহমেদ ময়না, আফজাল হুসেন, সুরমান খান, জিতু জায়গিরদার, আখতার আহমেদ শাহীন, সাদেক আহমেদ, নুরুল আলী রিপন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত থাকা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো এখন সময়ের দাবী। এইজন্য দেশপ্রেমিক যুবসমাজের ইস্পাত কঠিন ঐক্য ছাড়া আর কোন বিকল্প নেই। আজ যুবসমাজকে শপথ গ্রহণ করতে হবে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামীলীগ অবৈধ সরকারের পতন ঘন্টা বাজানোর জন্য। আর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও দেশের সাধারণ জনগণের উপর অন্যায় অবিচারের সময় হলেই জনতার আদালতে এর বিচার হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের মোদাসসির খান, শাজাহান আলম, সানুর মিয়া, কাউসার আহমেদ, সোপান আহমেদ, মোশাররফ হুসেন ভূইয়া, লন্ডন সিটি যুবদলের ডাঃ মনসুর আহমেদ, মুজাহিদ আলী সুমন, সুয়াদুল হাসান, শাকিল আহমেদ, মোশাররফ হুসেন, লন্ডন মহানগর যুবদলের বাবুল গনি, কিবরিয়া ইসলাম, মোহাম্মদ শাজাহান, সেন্ট্রাল লন্ডন যুবদলের আনোয়ার হুসেন সইফুল, রুহেল আহমেদ, আব্দুল আজাদ, জিল্লুর রহমান, গোলাম কিবরিয়া, মুহিব আহমেদ, মোঃ আবু তাহের প্রমুখ।
Posted ১২:৩৯ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin