| সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রেক্ষাপটে সব সংসদ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
আজ সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এমপির জানাজা শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ দাবি জানান।
ফজলে রাব্বী সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে সব সংসদ সদ্যদের ব্যক্তিগত নিরাপত্তার কথা জানিয়েছি। উনি নিশ্চই আমাদের সঙ্গে এক মত হয়ে ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করবেন।’
এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফও একই দাবি জানান।
Posted ০৭:৫৮ | সোমবার, ০২ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain