| সোমবার, ০২ জুন ২০১৪ | প্রিন্ট
বিনোদন : কুমার বিশ্বজিৎ। বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির মি. পারফেকসনিস্ট খ্যাত। অনেকে এভারগ্রিন বলেও অভিহিত করেন তাঁকে। আজ এ সংগীত কিংবদন্তির জন্মদিন। তবে এ উপলক্ষে বরাবরের মতো এবারও তেমন কোন আয়োজন থাকছে না। কেউ আগ বাড়িয়ে আয়োজন করতে চাইলেও, মিনতি করে মানা করছেন। বলছেন, ‘মাফ চাই বাবা। কোন দরকার নেই ঢাকঢোল পেটানোর’। সে যাই হোক, আজকের দিনটি নিয়ে কুমার বিশ্বজিৎ-এর বাড়তি কোন আয়োজন নেই। অংশ নিচ্ছেন না অন্য কোন আয়োজনেও। একান্ত সময় কাটাবেন পরিবারের সঙ্গে।
বিশ্বজিত বলেন, দেশ-বিদেশের স্টেজ শোতে অংশ নিতে গিয়ে আমার জীবনের বেশিরভাগ জন্মদিনই কেটেছে বিমানে-গাড়িতে-বিদেশে অথবা পরিবার থেকে দূরে। হয়তো এটাই জীবন। যে মানুষগুলো আমাকে ও আমার গানকে ভালবাসে এতগুলো বছর আগলে রেখেছেন। গানপাগল সেই মানুষগুলোর সঙ্গেই আমার বেশিরভাগ জন্মদিন কেটেছে। এর ফলে বিশেষ এ দিনে আমি আমার পরিবারকে তেমন সময় দিতে পারিনি। তাই আজ আমি পরিবারের সঙ্গে পুরো দিনটি একান্তে কাটাবো। স্বদেশী সংগীতাঙ্গনের এ এভারগ্রিন তারকার বয়স কত? কততম জন্মদিন আজ? এমন উৎসুক প্রশ্ন জিজ্ঞেস করতেই খানিক চুপসে গেলেন। একটু থেমে বললেন, বয়স যতই হোক, সেটা এখন আর মুখ্য বিষয় নয়। প্রতিটি জন্মদিনেই আমি ভেতরে ভেতরে কাঁদি। মনে হয় এই অদ্ভুত সুন্দর জীবন থেকে আরও একটি বছর ক্ষয়ে গেল। বারবার মনে হয়, আমার অবর্তমানে আমার স্ত্রী-সন্তানের কি হবে? ওরা আমাকে ছাড়া থাকতে পারবে তো?
তিনি আরও বলেন, আগে এসব একদমই ভাবতাম না। মনের জোর এতটাই ছিল, তখন মনে হতো আমি বোধহয় অমর থাকবো! কিন্তু ইদানীং জন্মদিন এলেই মৃত্যুভাবনা আমাকে ভেবে তোলে।বিশেষ করে পরিবারের জন্য খুব চিন্তা হয়।তিনি বলেন, এক একটি জন্মদিন মানেই নিজেকে ক্রমশ এগিয়ে নেয়া পরাজয়ের দিকে। তবুও মনকে সান্ত্বনা দিই এই বলে- প্রকৃতির অমোঘ বিধান তো আর খণ্ডানো যাবে না। তাই জন্মদিনে একটাই প্রার্থনা করি, যত দিন বাঁচি যেন সুস্থ থাকি। সুস্থ থাকলেই আমি গাইতে পারবো। কারণ সংগীতবিহীন এক মুহূর্তও বাঁচার ইচ্ছে নেই আমার। আজকের দিনে এটাই বড় আবেদন সৃষ্টিকর্তার কাছে। জন্মদিনের দামি দামি উপহার চাই না, সবার কাছে আশীর্বাদ চাই। সবার আর্শিবাদ নিয়ে বাঁচাই আমার আশা।
Posted ১০:১৭ | সোমবার, ০২ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin