| বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৬ জানুয়ারি : সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন নারী কর্মীর মতো দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়িকা রত্না। গতকাল বুধবার তিনি ঢাকা জেলা কোটায় মনোনয়নপত্র কেনেন।
রত্না জাস্ট নিউজকে জানান, ‘আমি ছাত্র জীবনে রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তবে পারিবারিকভাবেই আমরা আওয়ামী লীগের সমর্থক। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তার কাছ থেকে গল্প শুনে ও আওয়ামী লীগের আদর্শ মেনে আমি অনুপ্রাণিত হয়েছি।’
রাজনৈতিক আদর্শ থাকতেই পারে। সরাসরি রাজনীতিতে নেমে ও মনোনয়নপত্র কেনা প্রসঙ্গে রত্না বলেন, ‘আমি দেশের মানুষের সেবা করতে চাই। এবং সেটা বড় পরিসরেই। তাই সংরক্ষিত মহিলা আসনের জন্যই মনোনয়ন পত্র কিনলাম। সবার দোয়া চাই। আগামীকাল শুক্রবার আমি মনোনয়নপত্র মনোনয়নপত্র জমা দেবো।’
সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নানতোক্তর করা রত্না ২০০২ সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ ছবিতে তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। এ পর্যন্ত তার ৪৮টির মতো ছবি মুক্তি পেয়েছে।
এখন তিনি ক্যাপিটাল ল’কলেজে আইন বিষয়েও পড়ছেন।
Posted ১০:৩০ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin