| বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
শ্লীলতাহানির শিকার হলেন অভিনেত্রী কারিশমা শর্মা। ‘ইয়ে হ্যায় মহাব্বতে’ খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি ধর্মশালায় ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই তাকে এমন ঘটনার সম্মুখীন হতে হয়। অভিনেত্রীর অভিযোগ, পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মাঝপথে তাকে মুম্বই ফিরে আসতে হয়। যতদিন ভেবেছিলেন, ততদিন তিনি ধর্মশালায় থাকতে পারেননি। গোটা ঘটনার কথা সংবাদমাধ্যমকে জানান কারিশমা। তিনি বলেন, কাজ থেকে কিছুদিনের ছুটি চাইছিলেন তিনি। তাই ধর্মশালা গিয়েছিলেন।
একদিন তিনি তার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন মন্দিরে। সেখানে গিয়ে ছবি তুলছিলেন। হঠাৎ পিছন ফিরে দেখেন প্রায় ১৫ জন লোক তাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে। তারা ক্রমাগত নজর রাখছে কারিশমাদের দিকে। খুব খারাপভাবে তারা তাকিয়েছিল। কারিশমারা যেদিকেই যাচ্ছিলেন, পিছনপিছন তারাও যাচ্ছিল। এমনকি তাদের পোশাক ধরেও দু-একজন টানতে থাকেন। স্বাভাবিকভাবেই ঘটনাটি হজম করতে পারেননি নায়িকা। সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসেন। রাস্তায় এক পুলিশকর্মীকে ঘটনাটি নিয়ে অভিযোগও জানান অভিনেত্রী। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। উলটো পুলিশকর্মী হাসতে হাসতে তাকে বলেন, কে শ্লীলতাহানি করছে? কেউ নেই। করিশমা তখনই বুঝতে পারেন অবস্থা সুবিধার নয়। নিজের সুরক্ষার জন্যই সেখান থেকে চলে আসা উচিত তার।
Posted ১৩:১৫ | বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain