| বুধবার, ২০ জুলাই ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রণিল বিক্রমাসিংহে। বর্তমানে তিনি দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া দেশের প্রধানমন্ত্রীও তিনি।
সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের পদত্যাগের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আজ বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টে ভোট হয়। এতে এমপিরা রণিলকেই রাজাপাকসের উত্তরসরি হিসেবে বেছে নিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, নির্বাচনে বিক্রমাসিংহে পেয়েছেন মোট ১৩৪ ভোট।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট। অপর প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকে পেয়েছেন ৩ ভোট। এই নির্বাচনে স্পিকারসহ ২২৩ এমপি ভোট দিয়েছেন। ভোট দেয়া থেকে বিরত ছিলেন দুই এমপি।
Posted ১১:৫৫ | বুধবার, ২০ জুলাই ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam