নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার আগে শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিয়েছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্প মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসের মঞ্চে তার শেষ নির্বাচনি প্রচারণার সমাপনী বক্তৃতায় বলেছেন, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।
ট্রাম্প তার বক্তৃতায় উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, তারা এখন চার বছর আগের চেয়ে ভালো অবস্থায় আছেন কি না। তার এই প্রশ্নের বিপরীতে র্যালিতে উপস্থিত জনতা উচ্চস্বরে না-সূচক জবাব দেন। খবর বিবিসির।
এরপর ট্রম্প বলেন বলেন, ‘আজ রাতে আপনাদের ও সকল আমেরিকানদের প্রতি আমার খুব সহজ বার্তা, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।
প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির কমলা হ্যারিসকে আক্রমণ করতেও ছাড়েননি ট্রাম্প। তিনি হ্যারিসকে ‘একজন উগ্র বামপন্থী পাগল’ বলে মন্তব্য করেছেন।
একদিনে চারটি (র্যালি) করা একটু কঠিন উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রতিটি র্যালিতে যে সমর্থন তিনি পেয়েছেন, তাতে তার এই পরিশ্রম সার্থক হয়েছে।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রায় দুই ঘণ্টা দেরিতে শেষ র্যালিতে পৌঁছান, যা স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল।
ট্রাম্প তার সমর্থকদের বলেন যে তিনি আজকের নির্বাচনে জয়ী হবেন। তিনি আরও বলেন, ‘এটি আমাদের দেশের ইতিহাসে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় বিজয় হবে।’
Posted ০৮:১৭ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain