সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হলো জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০১৪

  |   রবিবার, ১১ মে ২০১৪ | প্রিন্ট

asaduzzaman noor

সংস্কৃতি প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারীতে শুরু হয়েছে জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০১৪। ১১ মে, রবিবার বিকাল পাঁচটায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন করা হয় জাতীয় ভাস্কর্য প্রদর্শনী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২০ মে পর্যন্ত।

ত্রিমাত্রিকতার রূপ একেবারে নিজের মতো করে পাওয়া, কি চোখের দেখায় কি মানসপটের অনুভবে। সেই রূপ দেখে চোখ জুড়োয়, তৃপ্ত হয় দর্শকহৃদয়, অদর্শনের তৃষ্ণা মেটে, হয়তোবা স্পর্শেরও উপায় ঘটে।

ভাস্কর্য এমনই এক রূপবন্ধ, যার স্পর্শগ্রাহ্যতায় আমাদের শিল্পরস আস্বাদন পূর্ণতা পায়, পূর্ণবিভায়। প্রদর্শনীতে দেশের ৭৮জন ভাস্কর্য শিল্পীর ১০৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে।একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী।

স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৩ | রবিবার, ১১ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com