| সোমবার, ০২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৩২০০ পিস মেমোরি কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। থাইল্যান্ড থেকে আগত হাবিবুর রহমান নামের এক যাত্রীর ব্যাগ থেকে এসব জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, ওই যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। দুপুর ২টায় ব্যাংকক থেকে শাহজালালে অবতরণ করলে শুল্ক গোয়েন্দার দল তল্লাশি চালায়। এগুলো তার ব্যাগে লুকায়িত ছিল। তিনি শুল্ক না দিয়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন।
মেমোরি কার্ডের মধ্যে আছে ১৬, ৩২, ৬৪ ও ১২৮ জিবি। আটক মেমোরি কার্ডের মূল্য প্রায় ৩২ লক্ষ টাকা। আটক পণ্য শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় কাস্টমস মামলা হয়েছে বলে জানান তিনি।
Posted ০৮:০৩ | সোমবার, ০২ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain