| শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
সড়কে নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার ‘লালকার্ড’ কর্মসূচি পালন করবে।
শুক্রবার বেলা ১২ টায় রাজধানীর রামপুরা ব্রিজে বিক্ষোভ শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে সোহাগী সামিয়া এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে। আগামীকাল শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজে আমরা সড়কে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করবো। রাজপথে কার্টুন ও ব্যঙ্গচিত্র এঁকে আমার নিরাপত্তার দাবি জানাবো।,
এর আগে, সাপ্তাহিক ছুটির দিন উপেক্ষা করে গত কয়েকদিনের মতো শুক্রবারও বেলা ১১টা দিকে রামপুরা ব্রিজ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিছু সময় তারা রাস্তা অবরোধ করে সড়কে নিরাপত্তায় ১১ দফা দাবি আদায়ে নানা স্লোগান দেন।
কিছু শিক্ষার্থীকে এ সময় গাড়ির লাইসেন্স পরীক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের সমাবেশ। ওই সময় রামপুরা ব্রিজ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।
Posted ০৯:৪৯ | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain