নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ জুন ২০২৩ | প্রিন্ট
গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (৩ জুন) ৮ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ৮ (আট) ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত এবং রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
Posted ০৪:১৯ | শনিবার, ০৩ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain