নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
ক্রিকেটের সঙ্গে বলিউড যেন ওতপ্রোতভাবে জড়িত। এক আইপিএলের দিকে তাকালেই পাওয়া যাবে অনেক বড় নাম। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে যুক্ত হলে বলিউড সুপারস্টার অজয় দেবগন।
বহুল প্রতীক্ষিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর বসবে ইংল্যান্ডের বার্মিংহামে। ৩ জুলাই থেকে ১৫ জুলাই মাঠে গড়াবে কিংবদন্তী ক্রিকেটারদের এই টুর্নামেন্ট।
রোমাঞ্চিত অজয় বলেন, ‘ক্রিকেটের একজন ভক্ত হিসেবে আমার কাছে এটি একটি অবিশ্বাস্য টুর্নামেন্ট। যেখানে দেখা যাবে অনেক কিংবদন্তী ক্রিকেটারদের। এ সব ক্রিকেটাররা বিশ্বজুড়ে নন্দিত। তাদের পুনরায় মাঠে দেখা ক্রিকেট ভক্তদের অবধারিত একটি স্বপ্ন পূরণ হবে।’
কিংবদন্তি তারকা ক্রিকেটারে ঠাসা এই টুর্নামেন্টে দেখা যাবে, যুবরাজ সিং, কেভিন পিটারসেন, সুরেশ রায়না, ও শহীদ আফ্রদীসহ বহু ক্রিকেটারকে। টুর্নামেন্টের ছয়টি দল হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকে।
Posted ০৭:১৬ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin