| শুক্রবার, ২৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম : “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”। লাখো কন্ঠে সোনার বাংলা রেকর্ডে সমগ্র বিশ্ব বাঙালিদের ন্যায় বৃটেনের বার্মিংহামস্থ প্রবাসী বাঙালিরাও বামির্ংহামস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২৬ মার্চ লন্ডনে স্বমস্বরে হৃদয়ের প্রিয় জাতীয় সঙ্গীত গেয়ে ইতিহাসের অংশ হয়েছেন। এ যেনো এক প্রাণের স্পন্দন। গিনেজ বুক রেকর্ডের পথে এগিয়ে যাচ্ছে আমাদের হৃদয়ের প্রাণের বাংলাদেশ।
বার্মিংহামস্থ কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান আলহাজ মো. গাবরম্ন মিয়ার সভাপতিত্বে এবং বার্মিংহাম আওয়ামী লীগের সেক্রেটারি মাহবুবুল আলম চৌধুরী মাখনের পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় সঙ্গীতের পর সংড়্গিপ্ত আলোচনায় অংশ নেন কার্ডিফ থেকে আগত ওয়েলস বাংলাদেশে কমিউিনিটি লিডার গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মনসুর আহমদ মকিস।
বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিটি লিডার আলহাজ নাছির আহমদ, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুর রহমন চৌধুরী, বার্মিংহাম সিটি কাউন্সিলর আহমেদুল হক, জাতীয় পার্টির বার্মিংহামের সহ-সভপাতি কমিউনিটি লিডার কামরম্নল হাসান চুনু, মিডল্যান্ড আওয়ামী লীগের সেক্রেটারি নূরম্নল ইসলাম বেলাল, নাট্যকার তাকের চৌধুরী, মোসত্মফা কামাল বাবলু ও কামাল আহমদসহ কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মহান স্বাধীনার ৪৩ তম দিবসে সমগ্র বিশ্বকে আমরা জানাতে চাই, আমরাই পারি। মাত্র ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন থেকে গিনেজ বুক অর্জন আমাদেরই প্রাপ্য। মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে নিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ, এই হোক আজকের দৃপ্ত শপথ।
Posted ১০:০০ | শুক্রবার, ২৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin