নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
ওবায়দুল কবীর খোকন, লন্ডন থেকে : যুক্তরাজ্যের সংবাদ কর্মীদের প্রাণের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৩ লন্ডনের বাঙালীদের প্রানকেন্দ্র ওয়াইটচ্যাপলের নিকটে স্থানীয় মাদানী হলে অনুষ্ঠিত হয়েছে।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের পরিচালনায় প্রেস ক্লাবের বিগত বছরের আর্থিক পরিসংখ্যান উপস্থাপন করেন ট্রেজারার সালেহ আহমেদ।
এসময় আর্থিক বিষয়ের উপর আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক ফরিদ আহমদ রেজা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের ও ট্রেজারার আ স ম মাসুম, মোস্তাক বাবুল, তৌহিদুর রহমান, আকরাম হোসেন, তানিম আহমদ ও অনুপম সাহা।
প্রেস ক্লাবের কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক সায়েম চৌধুরী, সহকারী ট্রেজারার মোহাম্মদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক ও প্রশিক্ষন সম্পাদক মোহাম্মদ ইমরান আহমদ, গণমাধ্যম ও আই টি সম্পাদক মোহাম্মদ আবদুল হান্নান, ইভেন্ট ও ফেসিলিটিস সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মিরদা, নির্বাহী সদস্য আহাদ আহমেদ চৌধুরী, নাজমুল হোসেন, আনোয়ার শাহজাহান, মোহাম্মদ সারওয়ার হোসেন ও শাহনাজ সুলতানা।
এ সময় প্রেস ক্লাবের বিভিন্ন সাংগঠনিক বিষয়ের প্রশ্নের উত্তর প্রদান করেন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সংবাদ কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রেস ক্লাবের সাধারন সভাটি সংবাদ কর্মীদের মিলন মেলায় পরিণত হয়।
Posted ২০:০৬ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin