| সোমবার, ৩১ মার্চ ২০১৪ | প্রিন্ট
গত ২৬ মার্চ বুধবার যুব জমিয়ত ( জমিয়তুস শাবাব) লন্ডন মহানগর শাখার উদ্যোগে স্বাধীনতা সংগ্রামে জমিয়তে উলামার অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব জমিয়ত লন্ডন মহানগর শাখার সভাপতি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ এর সভাপতিত্বে, সেক্রেটারী মাওঃ সাজ্জাদুর রহমান আনছারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন উপমহাদেশের আজাদী আন্দোলন ও পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে জমিয়তে উলামা নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জমিয়তে উলামা স্বাধীনতার স্বপক্ষে কাজ করছে।
বিশেষত ১৯৭১ সালে জমিয়ত নেতৃবৃন্দ এদেশের গণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্ছার এবং সক্রিয় ভূমিকা পালন করেছেন। বক্তারা বলেন আলেম গণ যেভাবে স্বাধীনতা আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন ঠিক তেমনিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এর নেতৃত্বে ফারাক্কা বাধ এর বিরুদ্ধে ঐতিহাসিক লংমার্চ হয়েছিল, তিনি একজন আলেম ছিলেন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের স্থায়ী কমিটির প্রধান, ক্বায়ীদে জমিয়ত আল্লামা মহীউদ্দিন খান এর নেতৃত্বে টিপাই মুখ বাঁধ এর বিরুদ্ধে ঐতিহাসিক লংমার্চ হয়েছে, তিনিও একজন আলেম ছিলেন।
কিন্তু স্বার্থান্বেষী মহল সেসব ইতিহাস মুছে দিয়ে ওলামায়ে কেরাম কে স্বাধীনতা বিরোধী হিসেবে অভিহিত করে নিজেদের হীন মতলব চরিতার্থ করতে চায় এবং আলেমদের নামে স্বাধীনতা বিরোধী কলংক লেপন করে এদেশকে ইসলাম শূণ্য করতে চায়, কিন্তু তাদের এই ষড়যন্ত্র কখনও সফল হবে না, ইসলাম এবং দেশ বিরোধী যে কোন অপতৎতার বিরুদ্ধে এদেশের জনগণ আলেমদের নেতৃত্বে আপোষহীন ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওঃ শুয়াইব আহমদ, বিশেষ অতিথি হিসেবে জমিয়তে উলামা ইউ,কের সহ সভাপতি ও বিশিষ্ট টিভি উপস্থাপক মুফতি আব্দুল মুন্তাকিম, জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, ট্রেজারার হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, যুব জমিয়ত (জমিয়তুস শাবাব) ইউ,কের সেক্রেটারী মাওলানা সৈয়দ নাঈম আহমদ, বিশিষ্ট আলিম মাওঃ আব্দুর রব, মাওঃ আব্দুল মজীদ, মাওঃ তোফায়েল প্রমুখ।
Posted ১৩:১৩ | সোমবার, ৩১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin