| মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
লন্ডন প্রতিনিধি : দেশের নব্বই ভাগ মানুষের প্রাণের দাবীকে উপেক্ষা করে গত ৫ জানুয়ারী শেখ হাসিনা প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাতির সাথে যে তামাশা করেছেন সেজন্য তাকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রবাসী সংগ্রাম পরিষদের উদ্যোগে গত ১৯ জানুয়ারী পুর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা অবিলম্বে সরকারের সকল অত্যাচার ও নির্যাতন বন্ধ করে প্রহসনের নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।
রাষ্ট্রযন্ত্রকে সরকারী বাহিনী হিসেবে ব্যবহার, বিরোধী জোটের নেতা কর্মীদের হত্যা,নির্যাতন,মিথ্যা মামলা দায়ের, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ বিরোধী জোটের নেতা কর্মীকে গুম এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছিত বাদশার সভাপতিত্বে ও মো: আবুল হাসানাত রাসেল আহমেদের পরিচালনায় আয়োজিত সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন মো: বখতিয়ার খান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ড. হাসনাত হোসেন এমবিই।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস বলেন, বাংলাদেশের ৮ পার্সেন্টের মতো ধর্মীয় সংখ্যা লঘুদের দেশের শান্তি প্রিয় মানুষ কখনো সংখ্যালঘু মনে করেনা। তারা বাংলাদেশের নাগরিক এবং ভাই ভাই হিসেবে সবাই তাদের সাথে মিলেমিশে বসবাস করছে। কিন্তু আওয়ামীলীগ সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে বিদেশের কাছে বাংলাদেশকে জঙ্গীমৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমান করতে এবং এসবের দায়ভার বিএনপি- জামায়াতের উপর চাপিয়ে দিতে নিরীহ হিন্দু নাগরিকদের উপর হামলা করে তাদের জীবনকে বিপন্ন করে তুলছে।
মাইনরিটি পার্র্টির সভাপতি শচীন্দ্র লাল দে বলেন, বর্তমান সরকারের আমলে চট্টগ্রামের নদীরহাট, বাঁশখালী, রামু, দিনাজপুরের চিরিরবন্দর, সাতক্ষীরার কালীগঞ্জের চাকরদাসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের মঠ, মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক হামলা, অগ্নিসংযোগ- লুটপাট হয়েছে। ১৭ জন কুমারীকে ধর্ষণ করা হয়েছে; তাদের মধ্যে আটজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি তার বক্তব্যের স্বপক্ষে সাংবাদিকদের কাছে ভিডিও লিংক প্রদান করেন। প্রধান আলোচক জনাব ড. আবুল হাসনা এমবিই বলেন, মহাজোট সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। চলতি বছরের এক পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, এবার ৪৭৮টি মঠ ও মন্দির, ১২৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সেমিনারে প্রহসনের নির্বাচনকে প্রত্যাখান করে বক্তারা বলেন আমরা আশা করি জাতিসংঘ, দেশী-বিদেশী মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ এ স্বৈরাচারী, অবৈধ ও গণপ্রত্যাখ্যাত সরকারের নির্দেশে সংখ্যালঘুদের উপর পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ও কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসবেন।”
সেমিনারে প্রহসনের নির্বাচনকে প্রত্যাখান করে বক্তারা বলেন, যে নির্বাচনে ৩-৫% ভোটও পড়েনি এবং নির্বাচনের পূর্বেই কারসাজির মাধ্যমে ১৫৩ জন সদস্য নির্বাচিত করা হয়, তা জনগনের সাথে ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়া মনিরুল আলম, মাওলানা শুয়েবুর রহমান, মো: আবু বকর মোল্লা, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, খেলাফত মজলিস ইউকের সাধারন সম্পাদক সদরুজ্জামান খান, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, উপদেষ্ঠা শামিম আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহসাধারন সম্পাদক তাহির রায়হান চৌধুরী পাবেল, হেলাল নাসিম্মুজ্জামান, সাদিক মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট খলিলুর রহমান খলিল, সাংবাদিক শিহাবুজ্জামাল কামাল, সাংবাদিক মতিউর রহমান, সাংবাদিক আব্দুল কাইয়ুম।
Posted ১৫:০৯ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin