| মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, লন্ডন : আসন্ন দক্ষিন সুরমা উপজেলা নির্বাচনে ভাইস চ্যেয়ারমেন পদপ্রার্থী উদীয়মান তরুণ জনপ্রতিনিদী মনিরুল ইসলাম তুরনের সমর্তনে যুক্তরাজ্য প্রবাসী তার “শুভাকাংখী ও বন্দু মহলের”উদ্দ্যুগে এক আলোচনা সভার আয়োজন করা ।
দক্ষিন সুরমা প্রবাসী কামাল আহমেদ বাবুলের সভাপতিত্বে ও যুবদল নেতা নুরুল আলম রিপনের পরিচালনায় সভায় প্রধান অতিতি হিসাবে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহ সভাপতি আবুল কালাম আজাদ । বিশেষ অথিতি উপস্তিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আলহাজ্জ তৈমুছ আলী,যুগ্ন সম্পাদক সহিদুল ইসলাম মামুন,সাদিক মিয়া,সাংগটনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম,স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক এমদাদ হুসেন টিপু,যুগ্ন আহ্বায়ক মিস্বাহুজ্জামান সোহেল যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আশরাফ খান ও যুগ্ন সম্পাদক আফজাল হুসেন ।
বক্তব্য রাখেন জিতু জায়্গিদার,আসাব আলী,কদর উদ্দিন,নজরুল ইসলাম হান্নান,শামিম তালুকদার, এ জে লিমনের,সওয়ালেহীন করিম চৌধরী, এ জে লিমন,শাহনাজ আহমেদ,সাহেল শাহ,মাওলানা শামিম,ওয়াশিম উদ্দিন মানিক,জাকির খান,আজির উদ্দিন আজির,জাকারিয়া আহমেদ যাক্কু,শরিফুল ইসলাম,আব্দুল হামিদ খান সুমেদ,ইকবাল আহমেদ,তুফায়েল আহমেদ আলম,সর্ফরাজ শরফু,রফিকুল ইসলাম সজীব,কপিল হায়দার কপিল, সুবহান,মইন উদ্দিন ময়না,মহসিন আহমেদ, আতিকুরহমান,কুথবুল আলম সেবুল প্রমুখ ।
Posted ০৮:৪৩ | মঙ্গলবার, ১১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin