| শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, লন্ডন : লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে সহশ্রাধিক জনতার উপস্থিতি। সকলের মুখেই শোকের চিহ্ন। অনেকেই নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন। ষাটোর্ধ্ব জামান মিয়া কান্না জড়িত কণ্ঠে বললেন, ‘জীবনের সুদীর্ঘ সময় ব্রিটেনে কাটিয়েছি। কিন্তু বিচারের নামে এমন জুলুম কোঁথাও হয়েছে বলে শুনিনি।’ কি অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসী দেয়া হলো সেটাতো কেউ ভালোভাবে জানলো না। আব্দুল কাদের মোল্লাকে আওয়ামীলীগ ছাড়া কেউ বাংলাদেশকে কেন পৃথিবীর কোঁথায় রাজাকার কিংবা যুদ্ধাপরাধী বলে না। এরকম একজন মানুষকে কিসের অপরাধে হত্যা করা হলো ? বক্তারা তখন এমন বক্তব্য দিচ্ছিলেন মাইকে আর শোকার্ত কর্মী সাধারণ জনতা শ্লোগান দিচ্ছিলেন ‘কাদের মোল্লার রক্তের বদলা নিবে জনতা।’
১৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ আলতাব আলী পার্কে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ‘গায়েবানা জানাযা’ পূর্বে এমন দৃশ্য দেখা গেছে। লন্ডনের আলতাব আলী পূর্বে এটাই প্রথম কোন গায়েবানা জানাযা এবং জনতার এরকম উপস্থিতি বিগত দিনে কোন সমাবেশে দেখা যায়নি।
নাগরিক সংগঠন সেইভ বাংলাদেশের উদ্যোগে জানাযা পূর্ব বিশাল সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে বাংলাদেশের ইতিহাসে এমন জঘন্য বর্বরতার জন্ম দিয়েছে আওয়ামীলীগ সরকার। তাদের এই বর্বরতার চরম মূল্য দিতে হবে। বক্তারা কাদের মোল্লাকে নিস্পাপ এবং মুক্তিযুদ্ধে তিনি কোন অপরাধ করেননি উল্লেখ করে বলেন, একজন সৎ, চরিত্রবান রাজনীতিবীদকে যে নিঃশ্বর্ষ কায়দায় আদালত ব্যবহার করে হত্যা করা হয়েছে, সেটার বদলা বাংলাদেশের জনগণ একদিন নেবেই।
বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইউরোপের আমীর, প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুফতি শাহ ছদর উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, সমাবেশ শেষে গায়েবানা জানাযায় ইমামতি করেন আল্লামা মুফতি শাহ ছদর উদ্দিন।
হাই কমিশন ঘেরাও: এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসীর রায় কার্যকরের প্রতিবাদে সেইভ বাংলাদেশের উদ্যোগে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করে বিক্ষোদ্ধ জনতা।
এসময় বক্তারা কাদের মোল্লার রায়কে জুডিশিয়াল কিলিং জনক অধ্যায়ের জন্ম দেয়ার জন্য এর সাথে জড়িত কেউ রেহাই পাবে না। বক্তারা বলেন, আব্দুল কাদের মোল্লাকে শহীদ করার মাধ্যমে বাংলাদেশে ইসলামী আন্দোলন আরো বেগবান এবং এর মাধ্যমে ইসলামী আন্দোলনের শত্রুদের কবর রচনা হবে।
ব্যারিস্টর নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউরোপের আমীর আল্লামা মুফতি শাহ ছদর উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Posted ১৫:৩৫ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin