| মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, লন্ডন : গত ২২ এপ্রিল মঙ্গলবার মারকাজুল উলুম লন্ডনে জমিয়তে উলামা ইউ,কে’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিশ্বের শীর্ষ ইসলামি রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি আল্লামা ফজলুর রহমান এম পি।
মঞ্চে ইউ,কে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সহ সভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম, জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, জমিয়তে উলামা বৃটেনের সহ সেক্রেটারী মাওলানা ইসলাম আলী,এবং ইউ,কে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ কে উপবিষ্ঠ দেখা যাচেছ।
এসময় বিশ্বখ্যাত রাজনীতিক, জমিয়ত নেতা আল্লামা ফজলুর রহমান -জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে প্রখ্যাত উলামায়ে কেরাম ও রাজনীতিবিদ এর যোগদানের খবর শূনে গভীর আনন্দ প্রকাশ করেন ও যোগদানকারী আলেমগণের ভূয়সী প্রসংশা করেন ।
তিনি এ সাফল্য কে জমিয়ত নেতা আল্লামা মুহিউদ্দীন খান ও মুফতি ওয়াক্কাস সহ নেতৃবৃন্দের ত্যাগ ও কোরবানীর ফসল ও অভিহিত করেন।
Posted ১২:১৫ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin