| বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
লন্ডন প্রতিনিধি : গত বুধবার ইস্ট লন্ডনের ব্রিকলেইনের সোনার গাঁ রেষ্টুরেন্টে যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ,যুক্তরাজ্য শাখার উদ্যোগে আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ৷
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক বাবর চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইউকের সদস্য সচিব আজিম উদ্দিন ।পবিত্র কোরআন তেলাওয়াত করেন কয়েছ আহমেদ ৷
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউকে বিএনপির সভাপতি এম এ মালিক এবং প্রধান বক্তা ছিলেন ইউকে বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ ৷
অনুষ্টানে বক্তারা বক্তৃতায় মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন ৷
প্রধান অতিথি এম এ মালিক তার সংক্ষিপ্ত বক্তৃতায় আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন ও বাংলাদেশে অত্যাচারীর কবল থেকে মুক্ত করে প্রকৃত গনতন্ত্র প্রতিষ্ঠায় সকল নেতা কর্মীকে সদা জাগ্রত থাকার অনুরোধ করেন।হাসিনার অবৈধ সরকারের জুলুম নির্যাতন আরাফাত রহমান কোকোর মূত্যুর মূল কারন এবং অবশ্যই একদিন এই অন্যায়ের বিচার হবে ৷ আজ বাংলাদেশকে হাসিনা যে মৃত্যুপুরীতে পরিনত করেছে তার থেকে জাতীকে মুক্ত করতে হলে আমাদের দেশে বিদেশে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন ৷
অনুষ্টানে প্রধান বক্তা কয়সর এম আহমেদ মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করার সাথে সাথে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করেন ৷ তিনি বাংলাদেশের ক্রিকেটের আজকের এই উন্নতির জন্য মরহুম কোকো সাহেবের অবদানের কথা উল্লেখ করেন ৷
দোয়া মাহফিলে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মোঃ আবুল হোসেন ৷আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব ।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন,সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ,ছাদিক মিয়া,মিছবাহুজ্জামান সোহেল,তপু শেখ,আব্দুস সহিদ, এনামুল হক লিটন,যুক্তরাজ্য বিএনপি নেতা হেভেন খাঁন,সরফরাজ সরফু,আবু নাসের শেখ,মস্তাক আহমেদ,ইসতিহাক আহমেদ দুদু,সেবুল মিয়া, এনফিল্ড বিএনপি নেতা মিছবাহ, কামাল চৌ: আফজাল হোসেন. জাসাস সভাপতি আব্দুছ সালাম,যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কামাল মিয়া,শরিফুল ইসলাম,অাছাব আলী,তুরন মিয়া,বাবরুল গনি,মোঃ সাহাজান,শেখ ছাদেক,সোহেল আহমেদ, আব্দুল মজিদ মতিন,মিনহাজ চৌধুরী,নুরুল আমিন আকমল,লাহিন আহমেদ,আব্দুল মতিন,ফিরোজ আলম ছাড়াও জাসাসের শেখ মিজান,তাজবিজ চৌধুরী শিমুল, মুত্তালিব তালুকদার লিটন,আবুল কাহার সালাম,আবুল হোসেন আলিম,আকিক মিয়া, অন্যান্যরা উপস্থিত রাসেল শাহরিয়ার, কয়েছ আহমেদ,মানিক মিয়া,লাকি আহমেদ,আনহার মিয়া,তোফায়েল আলম,জুনেদ আহমেদ,রুহেল খাঁন,মজনু মিয়া,শিবাব আহমেদ,শাহাজান,তুহিন মোল্লা,নজরুল ইসলাম,লাহিন খাঁন,জহির আহমেদ,আব্দুল হক রাজ,সেনাজ আহমেদ,আব্দুর রব,মাকসুদ চৌধুরী,মিলাদ আহমেদ,মাকসুদুর রহমান,মোশারফ হোসেন ভূইয়া,সন্জ্ঞয় শাহা,মোঃ শাহ কামাল,এম এ সাহেদ,মোঃ কয়সর আলম কয়েস,জিয়াউর রহমান,নুরুল আমিন সজল,মোঃ আতিক মিয়া,এম এ ইসলাম,মোঃ হাসান,মোঃ রবিউল আলম, শরিফুল ইসলাম মেরাজ,শফিয়ুল আলম মুরাদ,মাহমুদুল হোসেন,মোঃ আশরাফুল ইসলাম,আতিকুর রহমান,বাবুল চৌধুরী,লুৎফুর রহমান,মফচ্ছল আলী,মাহদুর রহমান প্রমূখ ৷
আলোচনা শেষে যুক্তরাজ্য বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাঃ শামিমের পরিচালনায় দোয়া ও মাহফিল অনুষ্টিত হয় ৷
Posted ২০:২২ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin