| মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ইসমাইল হেসেন স্বপন ইতালী থেকে :রোমের ভিয়া কাপুয়া বাংলা পাঠশালা মিলানায়তনে ইপিবিএ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি সানজিদা আহমেদ ববি এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইপিবিএ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা নূরে আলম সিদ্দিকী বাচ্চু ও আতিয়ার রসুল কিটন।সহ সভাপতি কাজী মুনসুর আহমেদ শিপু ও সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন শামীমও সদস্য মৌসুমী মৃধা।ইপিবিএ ইতালী শাখার উপদেষ্ঠা আবদুল ওয়াদুদ।সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান,কোষাধ্যক্ষ মাহাবুবুল কাদির ওয়ায়েস।বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম।মহিলা সংস্হা ইতালীর সভাপতি শান্তা সিকদার ও সাধারন সম্পাদক সৈয়দা মাসুদা আরিফা ও সহ সভাপতি আহসান মিরা।বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্ঠা আবদুর রশিদ ও সাধারন সম্পাদক মঞ্জুর আহম্মেদ।
মহিলা সমাজ কল্যান সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামিলা বেগম,উম্মেহানী প্রিন্স ও বাংলাদেশ সমিতি ইতালীর সাধারন সম্পাদক এমদাদুল হক মৃধা।বক্তাগন ইপিবিএ এর সাফল্যের এক বছর তুলে দরেন এবং ইপিবিএ আগামী দিনে প্রবাসীদের সকল স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভুমিকা রাখার বিষয়ে আশা ব্যাক্ত করেন।সবশেষে কেক কেটে অতিথিদের অাপ্যয়ন করা হয়।
Posted ১০:৪১ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain