| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
ইসমাইল হোসেন স্বপন ইতালী থেকে :মহিলা সংস্হা ইতালী” আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্য রোমের ভিয়া কাপুচো-৪(তরপিনাত্তারা)বাংলা পাঠশালার হল রুমে এক আলোচনা সভার আয়োজন করেছেন মহিলা সংস্হা ইতালী।সংগঠনের সভাপতি শান্তা সিকদারের সভাপতিত্বে ও লিটা মিউরেল ডি সিলভা এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন রোমস্হ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ইরিন ইসলাম জুলি।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রোমস্হ ইউ এন ডব্লিউ জি এর অন্যতম সদস্যা নাসরিন রহমান,মহিলা আওয়ামী লীগ ইতালীর সভানেত্রী ইয়াসমিন আক্তার রোজী ও সাধারন সম্পাদক নয়না আহমেদ।বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দা মাসুদা,সহ সভাপতি সানজিদা আহাম্মেদ ববি,মৌসুমি মৃধা,জেসমিন সুলতানা মিরা। যুগ্ন সম্পাদক পারভিন আক্তার লিপি,সারমিন জাহান সুবর্না।সাংগঠনিক সম্পাদক রুপালী গমেজ,মাকসুদা আক্তার,বৃষ্টি রায়হান।প্রচার সম্পাদক ফৌজিয়া আহাম্মেদ ও সাংস্কৃতিক সম্পাদক শান্তা চৌধুরী প্রমূখ।অনুষ্ঠান শেষে রকমারি সুস্বাদু খাবার অাগত অতিথিদের মাঝে পরিবেশন করা হয়।
Posted ০৯:৪৪ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain