মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রোগ সারাতে গাঁজার চাষ করছে ইটালির মিলিটারি

  |   রবিবার, ০৫ মার্চ ২০১৭ | প্রিন্ট

রোগ সারাতে গাঁজার চাষ করছে ইটালির মিলিটারি

17124882_1714942922131255_1336637988_n

 ইসমাইল হোসেন স্বপন ইতালী থেকে:: ওষধি হিসেবে ক্যানাবিস বা গাঁজার চল বহুদিনের৷ ইটালি এবার নেদারল্যান্ডস থেকে রপ্তানি করার পরিবর্তে স্বদেশেই গাঁজার চাষের সিদ্ধান্ত নিয়েছে৷ ইটালির সামরিক বাহিনী তাদের ক্যানাবিস ভিত্তিক ওষুধপত্র তৈরি করে ফ্লোরেন্স শহরের স্তাবিলিমেন্তো শিমিকো ফার্মাচিউতিকো মিলিতারে কেন্দ্রটিতে৷ ইতালি মিলিটারির প্রকল্পটি শুধু সামরিক বাহিনীর ১৬৪ বছরের রাসায়নিক ও ওষধি কেন্দ্রটি শুধু গাঁজার চাষই করে না৷ প্রতিষ্ঠানটিতে তৈরি করা ক্যানাবিসকে সরকারিভাবে ওষধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে৷ চূড়ান্ত পদার্থটিকে গাঁজা বললে তার অপমান করা হবে৷ দুনিয়ার সর্বত্র যে গাঁজা-ভাং-চরস খাওয়া হয়, তার সঙ্গে এর সাদৃশ্য অল্পই৷ গাঁজায় যে পদার্থটি নেশাখোরদের নেশা চড়ায়, সেটি হলো টেট্রাহাইড্রোক্যানাবিনল বা টিএইচসি৷ কিন্তু গাঁজার যে সক্রিয় উপাদানটি অঙ্গ-প্রত্যঙ্গের প্রদাহ রোধে ডাক্তারদের কাজে লাগে, সেটি হলো ক্যানাবিডিয়ল বা সিবিডি৷ প্রায় দুই থেকে তিন হাজার ইটালীয় বর্তমানে মাল্টিপল সক্লেরোসিসের ব্যথা ও প্রতিবন্ধিত্ব বা কোমোথেরাপির পর বমি বমি ভাব কমাতে মেডিক্যাল ক্যানাবিস ব্যবহার করে থাকেন৷‘‘আর আমার খেয়ে দেখার ইচ্ছেও নেই’’, বলেন কর্নেল আন্তোনিও মেদিকা, যিনি ফ্লোরেন্সে ইটালির সামরিক বাহিনীর ক্যানাবিস পরীক্ষাগারের দায়িত্বে৷ তাঁর এক সহকর্মী, আরেক কর্নেল না জাঁদরেল নাকি ঠাট্টা করে বলছিলেন: ‘চল্লিশ বছর ধরে আমরা সৈন্যদের সেনা ছাউনিতে ক্যানাবিস সেবন রোখার চেষ্টা করেছি – আর আজ আমরা নিজেরাই গাঁজার চাষ করছি!’ জীবাণুমুক্ত, অবরুদ্ধ পরিবেশে ক্যানাবিস উৎপাদন করতে হয়৷ খোলা মাঠে চাষ করলে তাতে নানা ধরনের বিষক্রিয়াযুক্ত রাসায়নিক, বিশেষ করে পারদের মতো হেভি মেটাল এসে ঢোকে, কেননা গাছগুলি তা সহজেই শুষে নিতে পারে – বোঝালেন কর্নেল মেদিকা৷ক্যানসার রোগীদের আরাম দেয় ক্যানাবিস ২০১৭ সালের জানুয়ারি মাসে জার্মান সংসদ একটি যুগান্তকারী বিলে মেডিক্যাল মারিজুয়ানার ব্যবহার অনুমোদন করে – যেমন কোমোথেরাপির পর ক্যানসার রোগীদের বমি বমি ভাব দূর করতে৷ টিউমার রোগীদের খিদে বাড়াতেও নাকি মারিজুয়ানা সাহায্য করে, যাতে তাদের ওজন আরো কমে না যায়৷ মাল্টিপল সক্লেরোসিসের লক্ষণ কমাতেও নাকি মারিজুয়ানা কাজে লাগে । ল্যাবরেটরিতে এক কমপাউন্ডার মারিজুয়ানার একটি প্রেস্ক্রিপশন প্রস্তুত করছেন৷ মেড ইন ইটালি গাঁজা সবে ওষুধের দোকানগুলোয় এসে পৌঁছেছে৷

Facebook Comments Box
advertisement

Posted ০৫:৪৩ | রবিবার, ০৫ মার্চ ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com