| বুধবার, ০৮ জুন ২০২২ | প্রিন্ট
স্বাধীনদেশ ডেস্ক : বয়স বাড়লেও মাঠের খেলায় এখনো দুরন্তপনার ছাপ রাখছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। পায়ের জাদুকরী কারুকাজ দেখিয়ে মুগ্ধ করছেন ফুটবলপ্রেমীদের। ৩৬ বছর বয়সে এসে অন্য খেলোয়াড়রা যখন অবসরের ভাবনায় থাকেন মদ্রিচ সেখানে ভিন্ন মাত্রা যোগ করছেন। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে আরো এক মৌসুম চুক্তি বৃদ্ধি করেছেন তিনি।
বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সদ্য শেষ হওয়া মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় অবদান রেখেছেন মদ্রিচ। ইউরোপা সেরার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে জাদুকরী এক পাসে রদ্রিগোকে দিয়ে গোল করিয়ে রিয়ালকে সেমিফাইনালে নিয়ে যান। ডান পায়ের সেই মাপা ক্রসকে ‘শৈল্পিক’ বলাই যায়।
২০১২-১৩ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর ১০ মৌসুমে ৪৩৬ ম্যাচ খেলেছেন মদ্রিচ, করেছেন ৩১ গোল। স্প্যানিশ ক্লাবটির হয়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা, তিনটি করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এবং চারটি স্প্যানিশ সুপার কাপ।
Posted ১৭:০৫ | বুধবার, ০৮ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Fokhrul Islam