গত পাঁচ ফেব্রুয়ারী বুধবার ২০১৪ ইং ইস্ট লন্ডনের আল হুদা ইসলামী সেন্টারে খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার উদ্যুগে এক বিশাল সীরাত সম্মেলনের আয়োজন করা হয় l এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী এবং খেলাফত মজলিস ইউকে এর প্রেসিডেন্ট অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ l এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন ইউকে সভাপতি মুফতী হাসান নূরী চৌধরী l
খেলাফত মজলিস ফিনলেন্ড এর সভাপতি ইঞ্জিনিয়ার শাহিদ হুসাইন l খেলাফত মজলিস ইউকের ভাইস চেয়ারম্যান মাওলানা ছাদিকুর রহমান l খেলাফত মজলিস যুক্তরাজ্যের সাধারণ সম্পদক জননেতে জনাব সদরুজ্জামান খানl ফোর্ডস্কয়ার মসজিদের খেলাফত মজলিস যুক্তরাজ্যের প্রশিক্ষণ সম্পাদক খাতীব মাহবুবুর রাহমান তালুকদার l
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সালেহ বলেন: মানবতার মুক্তির দূত মোহাম্মদ (সা) যখন এ পৃথিবীতে রাসুল হিসেবে প্রেরিত হয়েছিলেন, তখন আরব সহ সারা বিশ্ব বর্তমান সময়ের চেয়েও আরো বেশি অশান্ত, অস্থির এবং পথহারা ছিল l তখন প্রযুক্তির কোনো অস্তিত্বও ছিলনা lকিন্তু তার পরও নবী (সা) মাত্র তেইশ বছরে আল্লাহর প্রদত্ত কোরআনের আলোকে এমন এক অপূর্ব সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি ব্যক্তি ফিরে পেয়েছিল তার অধিকার l অপরাধীরা সেচ্চায় নিজের অপরাধ স্বীকার করে তাওবা করে ভালো হয়ে গিয়ে ছিল l যে সমাজে দুর্নীতির কোনো নাম গন্ধও ছিল না l সততা, একনিষ্টতা এবং খোদা ভীতির উপর প্রতিষ্ঠিত হয়ে ছিলো ঐ সমাজ l এক কথায় আমরা যদি বাস্তব অর্থে একটি সুন্দর, সুষ্ট এবং ইনসাফ বিত্তিক সমাজ কামনা করি তা হলে আমাদেরকে রাসুলের আদর্শ অনুসরণে পথ ও পদ্ধতি খুঁজে বাহির করতে হবে, এবং অবশ্য তার দেখানো পথ অবলম্ভন করতে হবে l কারণ রাসুল (সা) এর আদর্শ অনুসরণ এবং বাস্থবায়নেই বাংলাদেশ সহ বিশ্বের সমস্যার সমাধান নিহিত রয়েছে l
শাখা সভাপতি মাওলানা নুফাইছ আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফিজ আব্দুল হক এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন:
খেলাফত মজলিস যুক্তরাজ্যের বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল করিম, অফিস সম্পাদক আব্দুল করিম উবায়দ, মহানগরীর সভাপতি তায়ীদুল ইসলাম, সহ সভাপতি মাওলানা হুমায়ুন রশীদ নূরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তত্ব আলহাজ আব্দুল আহাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা জাবির আহমদ সহকারি সেক্রেটারি আব্দুল মালিক, নির্বাহী সদস্য মাওলানা কাসিম উদ্দীন চৌধরী l কেনিং টাউন শাখার সভাপতি খলিলুর রহমান প্রমুখ l