| সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
সাদিয়া চৌধূরী, ফিনল্যান্ড থেকেঃ সরকার ভোটারবিহীন একতরফা প্রহসনের নির্বাচনের যে নাটক করছে তাতে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব বিবেকের কাছে তা উপহাসে পরিণত হয়েছে। সরকারের জনসমর্থন বর্তমানে শূন্যের কোঠায় পৌঁছে গেছে। সে জন্যই সরকার নির্বাচন ব্যতীতই নির্বাচন কমিশনকে দিয়ে পরিকল্পিতভাবে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে ক্ষমতায় থাকার ব্যর্থ চেষ্টা করছে।
সোমবার বিকালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রাষ্ট্রীয় সন্ত্রাস ও গণহত্যার নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সভায় ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান মিঠুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-সভাপতি বদরুম মনির ফেরদৌস, সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সাইফুর রহমান সাইফ, যুগ্ম সম্পাদক নিজামউদ্দিন নিজাম, ফিনল্যান্ড যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোস্তাক সরকার, আরিফ আহমেদ প্রমুখ।
প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টা অবিরাম শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির সফল করার জন্য ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ দেশবাসীকে আহবান জানান।
Posted ২৩:৫৭ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin