বুধবার ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির বিতর্ক জিইয়ে রাখলে আমাদের লাভ হবে না : মান্না

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

রাষ্ট্রপতির বিতর্ক জিইয়ে রাখলে আমাদের লাভ হবে না : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে রাখা এবং না রাখা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্ক আমাদের কোথায় নিয়ে যাবে? সরকারেরই যারা অংশ, ছাত্ররা চাইলে তাকে চলে যেতে হবে। এখন বলছে সব দল মিলে বলেন কি করতে হবে। সব দল কিন্তু কথা বলতে আসছে না, আসছে ছাত্ররা।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমাদের সঙ্গে কথা বলতে আসছে, আমরা জিজ্ঞেস করলাম আমরা সমস্ত দল মিলে এই রাষ্ট্রপতিকে যে চাই না, এটা কার কাছে জিজ্ঞেস করব। সরকারের কাছে বলব? এই ধরনের বিতর্ক জিইয়ে রাখলে আমাদের লাভ হবে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে ভোট হোক।

 

আজ  জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট, ফ্যাসিজম, বেকার মুক্ত রাষ্ট্র গঠন ও জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

সংবিধান পরিবর্তন নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমাদের সংবিধান পরিবর্তন করার কথা হচ্ছে। কেমন সংবিধান হবে? কেউ বলছে ৭২’ এর যে সংবিধান সেটাকে ফেলে দিতে হবে এবং নতুন করে সংবিধান লিখতে হবে। কিন্তু নতুন করে যখন সংবিধান লিখবেন তখন একেকজন একেক রকম বলবে। কেউ বলবে সংখ্যানুপাতিক ভোট দেন কিন্তু সংখ্যানুপাতিক ভোট দিলে আওয়ামী লীগ অপজিশন পার্টিতে চলে আসবে। সেটা চলবে? দেবেন সেরকম? এ কারণেই আবেগের ওপর কথা বলছি না। আমরা সেরকম জায়গায় যেতে চাই, যেখানে দেশের সমস্ত জনগোষ্ঠীর কল্যাণ হয়।

 

মান্না আরও বলেন, সংস্কার হচ্ছে সেইটুকু যেটা আপনাকে এই মুহূর্তে ভোটের জন্য একটা সত্যিকারের গ্রহণযোগ্যতা দেবে। তার বাইরে যেতে চেষ্টা করলে আপনি পারবেন না। কারণ সংস্কার সবসময় করতে পারবেন। সংস্কার কোথাও থেমে থাকে না।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৮ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com