সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া বিশ্বকাপ: ৩২ দলের চূড়ান্ত স্কোয়াড

  |   শনিবার, ০৯ জুন ২০১৮ | প্রিন্ট

রাশিয়া বিশ্বকাপ: ৩২ দলের চূড়ান্ত স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হওয়ার কয়েক দিন মাত্র বাকি। গত ৪ জুন ছিল রাশিয়া বিশ্বকাপের ৩২ দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিন। নির্ধারিত তারিখের মধ্যেই চূড়ান্ত স্কোয়াডের তালিকা ফিফার কাছে জমা দিয়েছে সব দল। এর মধ্যে অবশ্য কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশটির প্রথম রাউন্ডের খেলার ২৪ ঘণ্টা আগে তার পরিবর্তে কাউকে নেয়া যাবে।
৮টি গ্রুপের ৩২টি দলের চূড়ান্ত স্কোয়াড নিয়ে গণমাধ্যমকে দুই পর্বের প্রথম কিস্তিতে চার গ্রুপের ১৬ দলের খেলোয়াড় তালিকা গতকাল দেয়া হয়েছে। আজ থাকছে বাকি চার গ্রুপের ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড।
গ্রুপ ই
ব্রাজিল
গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ক্যাসিও।
ডিফেন্ডার: মার্সেলো, ড্যানিলো, ফিলিপে লুইস, ফ্যাগনার, মারকুইনহস, থিয়াগো সিলভা, মিরান্দা, পেদ্রো।
মিডফিল্ডার: উইলিয়ান, ফার্নান্দিনহো, পাউলিনহো, ক্যাসেমিরো, ফিলিপে কুটিনহো, রেনাতো অগাস্তো, ফ্রেড।
ফরোয়ার্ড: নেইমার, গ্যাব্রিয়েল জিসাস, রবার্তো ফিরমিনো, ডগলাস কস্তা, টেইসন।
সুইজারল্যান্ড
গোলরক্ষক:রোমান ব্যুরকি, ইভোন এমভোগো, ইয়ান সোমার;
ডিফেন্ডার: মানুয়েল আকানি, ইয়োহান জোওরু, নিকো এলভেডি, মাইকেল ল্যাং, স্টেফান লিচস্টাইনার, জ্যাক ফ্রান্সিস মুবঞ্জ, রিকার্দো রোদ্রিগেস, ফাবিয়ান শিয়ার;
মিডফিল্ডার: ভ্যালন বেহরামি, ব্লেরিম জেমাইলি, গেলসন ফের্নান্দেস, রেমো ফ্রিউলার, জেরদার শাকিরি, গ্রান্ট জাকা, স্টিভেন জুবের, ডেনিস জাকারিয়া;
ফরোয়ার্ড: ইয়োসিফ দ্রিমিচ, ব্রেল এমবোলো, মারিও গাভ্রানোভিচ, হারিস সেফেরোভিচ।
কোস্টারিকা
গোলরক্ষক: কিলর নাভাস, প্যাট্রিক পেমবেরটন, লিওনেল মোরিরা।
ডিফেন্ডার : ক্রিশ্চিয়ান গাম্বোয়া, ইয়ান স্মিথ, রোনাল্ড মাতারিতা, ব্রায়ান ওভিডো, অস্কার ডুয়ার্ট, জিয়ানকার্লো গঞ্জালেস, ফ্রান্সিস্কো ক্যালভো, কেন্ডাল ওয়াটসন, জনি আকস্তা।
মিডফিল্ডার : ডেভিড গুজমান, ইলেৎসিন টেজেদা, সেলসো বরগেস, র্যা ন্ডাল অ্যাজোফেইফা, রোডনি ওয়ালেস, ব্রায়ান রুইজ, ড্যানিয়েল কলিড্রেস, ক্রিশ্চিয়ান বোলানোস।
ফরোয়ার্ড : জোহান ভেনেগাস, জোয়েল ক্যাম্পবেল, মার্কো ইউরেনা।
সার্বিয়া
গোলরক্ষক: ভøাদিমির স্তোইকোভিচ, প্রেদ্রাক রাইকোভিচ, মার্কো দিমিত্রোভিচ;
ডিফেন্ডার: আন্তোনিও রুকাভিনা, দুস্কো তোসিচ, উরোস স্পাইচ, ব্রানিস্লাভ ইভানোভিচ, আলেকসান্দার কোলারভ, মিলোস ভেলিকোভিচ, মিলান রোদিচ, নিকোলা মিলেনকোভিচ;
মিডফিল্ডার: লুকা মিলিভোয়েভিচ, আন্দ্রিয়া জিভকোভিচ, দুসান তাদিচ, মার্কো গ্রুইচ, ফিলিপ কোসতিচ, সের্গেই মিলিনকোভিচ-সাভিচ, নেমাঞ্জা মাতিচ, আদেম লিয়াইক;
ফরোয়ার্ড: আলেকসান্দার প্রিয়োভিচ, আলেকসান্দার মিত্রোভিচ, নিমাঞ্জা রাদোনিচ, লুকা ইয়োভিচ।
গ্রুফ এফ
জার্মানি
গোলরক্ষক: ম্যানুয়েল ন্যয়ার, কেভিন ট্রাপ, মার্ক-আন্দ্রে টেরস্টেগেন।
ডিফেন্ডার: মারভিন প্লাট্টেনহার্ড, জোনাস হেক্টর, ম্যাথিয়াস গিন্টার, ম্যাটস হামেলস, নিকোলাস সুলে, অ্যান্তোনিও রুডিগার, জেরোমে বোয়াটেং, জোসুয়া কিমিচ।
মিডফিল্ডার: সামি খেদিরা, উলিয়ান ড্র্যাক্সলার, টনি ক্রুস, মেসুত ওজিল, মার্কো রিয়াস, লিওন গোরেৎজকা, সেবাস্তিয়ান রুডি, উলিয়ান ব্র্যান্ডৎ, এলকে গুন্ডুগান।
ফরোয়ার্ড: টিমো ভার্নার, টমাস মুলার, মারিও গোমেজ।
মেক্সিকো
গোলরক্ষক: গুইলের্মো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, হেসুস করোনা।
ডিফেন্ডার: কার্লোস স্যালসেদো, দিয়েগো রেয়েস, হেক্টর মোরেনো, হুগো আয়ালা, এডসন আলভারেজ, হেসুস গ্যালার্ডো, মিগুয়েল, লাইয়ুন।
মিডফিল্ডার: রাফায়েল মার্কুয়েজ, হেক্টর হেরেরা, জোনাথন ডস সান্তোস, জিওভানি ডস সান্তোস, আন্দ্রেস গুয়ার্দাদো, মার্কো ফ্যাবিয়ান।
ফরোয়ার্ড: হ্যাভিয়ের হার্নান্দেজ, রাউল জিমেনেজ, ওরিবে পেরালতা, হিসুস ম্যানুয়েল করোনা, কার্লোস ভেলা, হ্যাভিয়ের অ্যাকুইনো, হার্ভিং লোজানো।
সুইডেন
গোলরক্ষক: রবিন ওলসেন, ক্রিস্টোফার নোর্ডফেল্ড, কার্ল ইয়োজান জনসন।
ডিফেন্ডার: আন্দ্রেস গ্রানকিভিস্ট, ভিক্টর নিলসন লিন্ডেলফ, মাইকেল লাস্টিং, লুডউইগ আগাসটিনসন, পনটাস জানসন, এমিল ক্রাফথ, ফিলিপ হেলান্ডার, মার্টিন ওলসন।
মিডফিল্ডার: সেবাস্টিন লারসন, গুস্তাভ সেভেনসন, আলবিন একডাল, এমিল ফোর্সবার্গ, ভিক্টর ক্লায়েসন, জিমি ডারমাজ, মার্কোস রোহডেন, ওস্কার হিলজেমার্ক।
ফরোয়ার্ড: মার্কোস বার্গ, জন গুইডেট্টি, ইসান কিয়েস-থেলিন, ওলা টোইভোনেন।
দক্ষিণ কোরিয়া
গোলরক্ষক: কিম সিউং গায়, কিম জিন ইউন, চো হিউন ও।
ডিফেন্ডারস: লি ইয়ং, জং সিংইউন, ওহ বানসুক, উন ইয়েংসন, পার্ক জো হু, কিম মিনউ, হাং চুল, জ্যাং হিউন সু, গো ইয়ুহান, কিম ইয়ং উন।
মিডফিল্ডার: জু সিজং, লি সিউংউ, কো জা সল, জং উ ইয়ং, কি সুয়াং ইয়ং, লি জাই সুং, মুন সুনমিন।
ফরোয়ার্ড: কিম শিন উক, সন হিউং মিন, ওয়াং হি চান।
গ্রুপ জি
বেলজিয়াম
গোলকিপার: থিবো কর্তোয়া, সাইমন মিগনোলেট, কুন কাস্তিল।
ডিফেন্ডার: টবি অ্যালডারউইয়ারল্ড, ডেডির্ক বোয়াতা, থমাস ভারমালেন, জ্যান ভেরতোজেন, লিন্ডার ডেনডোঙ্কার, ভিনসেন্ট কম্পানি, থমাস মিউনার।
মিডফিল্ডার: নাসের চাদলি, ইডেন হ্যাজার্ড, থরগান হ্যাজার্ড, মারোন ফেলাইনি, আদনান ইয়ানুজাই, মুসা দেম্বেলে, ইউরি তিলেমান, অ্যাক্সেল উইটজেল, কেবিন ডি ব্রুইন।
ফরোয়ার্ড: ইয়ানিক কারাসো, রোমেলু লুকাকু, ড্রাইস মারটেন, মিচি বাতশুই।
পানামা
গোলরক্ষক: হোসে ক্যালদেরন, জেইম পেনেদো, অ্যালেক্স রদ্রিগেস
ডিফেন্ডার: ফিলিপ ব্যালয়, হ্যারল্ড কামিংস, এরিক ডেভিস, ফিদেল এস্কোবার, অ্যাডলফ মাকাদো, মিচেল মুরিলো, লুইস ওভালে, রোমান তোরেস
মিডফিল্ডার: এডগার বারকেনেস, আরমান্ডো কুপার, আনিবাল গোডোয়, গ্যাব্রিয়েল গোমেস, ভ্যালেন্টিন পিমেন্টেল, আলবার্তো কুইনটেরো, হোসে লুইস রদ্রিগেস
ফরোয়ার্ড: আবডিয়েল আরোয়ো, ইসমাইল দিয়াজ, ব্লাস পেরেস, লুইস তেজাদা, গ্যাব্রিয়েল তোরেস।
তিউনিশিয়া
গোলরক্ষক: আয়মেন আল মাথলুথি, মুয়েজ হাসেন, ফারুক বেন মুস্তাফা।
ডিফেন্ডার: নাগুয়েজ হামদি, ডিলান ব্রোন, রামি বেদুই, ইয়োহান বেনালুয়ান, সিয়াম বেন ইউসেফ, ইয়াসিন মেরিয়াহ, উসামা হাদ্দাদি ও আলি মালাউল।
মিডফিল্ডার: ইলিয়াস সিখরি, মোহাম্মদ আমিন বেন আমোর, ঘেইলিন ছালালি, ফারজানি সাসি, আহমেদ খলিল, সাইফেদ্দিন আল খাউরি।
ফরোয়ার্ড: ফখরেদ্দিন বেন ইউসেফ, আনিস বদ্রি, বাশেম শ্রারফি, ওয়াহবি খাজরি, নাইম স্লিতি ও সাবের খলিফা।
ইংল্যান্ড
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ, জ্যাক বাটল্যান্ড।
ডিফেন্ডার: কাইল ওয়াকার, কিয়েরান ট্রিপায়ার, ট্রেন্ট অ্যালেক্সজান্দার-আর্নল্ড, গ্যারি চাহিল, ড্যানি রোজ, জন স্টোনস, হ্যারি মাগুইরে, ফিল জোন্স, অ্যাশলে ইয়াং।
মিডফিল্ডার: এরিক ডায়ার, ফ্যাবিয়ান ডেলফ, জর্ডান হেন্ডারসন, ডেলে আলি, রুবেন লোফটাস-চিক, রাহিম স্টারলিং, জেসে লিংগার্ড।
ফরোয়ার্ড: হ্যারি কেন, জেমি ভার্ডি, মার্কাস রাসফোর্ড, ড্যানি ওয়েলব্যাক।
গ্রুপ এইচ
পোলান্ড
গোলরক্ষক: বার্তোজ বিয়ালকোওসকি, লুকাস ফ্যাবিয়ান্সকি ও ওজসিয়েচ সাজেসনি।
ডিফেন্ডার: জ্যান বেডনারেক, বার্তোজ বেরেসজিন্সকি, থিয়াগো কিয়োনেক, কামিল গুিল্ক, লুকাস পিজেক, আর্তুর ইয়েনজেচিক ও মাইকেল পাজদান।
মিডফিল্ডার: জাকুব ব্লাসেসকোস্কি, জাসেক গোরালস্কি, কামিল গ্রোসিকি, গ্রজেগর্জ ক্রিকোওইয়াক, রাফায়েল কুরজাওয়া, কারোল লিনেট্টি, মাসিয়েজ রাইবাস, পিতর জিলিনস্কি ও স্লাওমির পেশকো।
ফরোয়ার্ড: রবার্ট লেভানডোস্কি, দাওয়িদ কোওনক্কি, আর্কাডিউস মিলিক ও লুকাসজ টিওডোরকজিক।
সেনেগাল
গোলরক্ষক: আবদোলাই দিয়ালো, আলফ্রেড গোমিস, খাদিম দিয়াই।
ডিফেন্ডার: লামিন গাসামা, সালিউ সিস, কালিদু কোলিবালি, কারা বোদি, ইউসুফ সাবালি, সালিফ সানে, মুসা ওয়াগ।
মিডফিল্ডার: ইদ্রিসা গুইয়ে, চেইখো কোয়েত, আলফ্রেড দিয়াই, বাদো দিয়াই, চেইখ দোয়ে, ইসমাইলা সার।
ফরোয়ার্ড: কেইটা বালদে, মামে বিরাম দিউফ, মুসা কোনাতে, সাদিও মানে, এমবায়ে নিয়াং, দিয়াফ্রা সাখো, মুসা সো।
কলম্বিয়া
গোলরক্ষকঃ ডেভিড ওসপিনা, ক্যামিলিও ভারগাস, হোসে ফার্নান্দো কুয়াদরাদো।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান জাপাটা, ডেভিনসন সানচেজ, সান্তিয়াগো আরিয়াস, অস্কার মুরিল্লো, ফ্রাঙ্ক ফাবরা, জোহান মোজিকা, ইয়েরি মিনা।
ডিফেন্ডার: উইলিমার ব্যারিওস, কার্লোস সানচেজ, জেফারসন লারমা, হোসে ইজকুয়ের্দো, হামেস রদ্রিগেজ, অ্যাবেল আগুইলার, মাতিয়ুস উরিবে, ইয়েম্মি ছারা, হুয়ান ফার্নান্দো কুইনতেরো, হুয়ান কুয়াদরাদো।
ফরোয়ার্ড: রাদামেল ফ্যালকাও, মিগুয়েল বোরজা, কার্লোস বাক্কা, লুইস ফার্নান্ডো মুরিয়েল।
জাপান
গোলরক্ষক: এইজি কাওয়াশিমা, মাসাকি হিগাশিগুচি, কোসুকে নাকামুরা।
ডিফেন্ডার: ইয়ুতো নাগাতোমো, তোমোয়াকি মাকিনো, ওয়াতারু এন্দো, মায়া উয়োশিদা, হিরোকি সাকাই, গোতোকু সাকাই, জেন শোজি, নাওমিচি উদেয়া।
মিডফিল্ডার: মাকোতো হাসিবে, কেইসুকে হোন্ডা, তাকাশি ইনুয়ি, শিনজি কাগাওয়া, হোতারু ইয়ামাগুচি, গেংকি হারাগুচি, তাকাশি উসামি, গাকু শিবাসাকি, রিয়োতা ওশিমা।
ফরোয়ার্ড: শিনজি ওকাজাকি, ইয়ুইয়া ওসাকো, ইয়োশিনোরি মুতো।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০৯ | শনিবার, ০৯ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com