| শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ জানুয়ারি। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে এতথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এএইচএম আসলাম হোসেন।
উপ-রেজিস্ট্রার আসলাম হোসেন জানান, ‘১৫ জানুয়ারি ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি অনুষদে কিছু আসন ফাঁকা রয়েছে। সেসব আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলছে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।’
এদিকে, ৯ দিনের শীতকালীন অবকাশ শেষে আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়।
Posted ১৪:২৪ | শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain